হোম > সারা দেশ > রাজশাহী

বগুড়ায় আগুনে পুড়ে বৃদ্ধার মৃত্যু

বগুড়া প্রতিনিধি

বগুড়ার গাবতলীতে বসত ঘরে লাগা আগুনে পুড়ে কাবাশি বেওয়া (৭৫) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। এ সময় গোয়াল ঘরে থাকা দুটি গরুও পুড়ে মারা যায়।

গতকাল সোমবার রাতে গাবতলী উপজেলার বালিয়াদিঘী ইউনিয়নের কলাকোপা গ্রামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। কাবাশি বেওয়া মোস্তাফিজুর রহমনের শাশুড়ি। তিনি জামাই বাড়িতে থাকতেন।

বগুড়ার গাবতলীতে আগুনে পুড়ে এক বৃদ্ধাসহ দুইটি গরুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। অগ্নিকাণ্ডে মোস্তাফিজুর রহমান নামের ওই কৃষকের গোয়ালঘরসহ চারটি ঘর আসবাবপত্র পুড়ে ওই পরিবারটি নিঃস্ব হয়ে গেছে।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) রাতে গাবতলী উপজেলার বালিয়াদিঘী ইউনিয়নের কলাকোপা গ্রামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

মোস্তাফিজুর রহমান জানান, সোমবার রাতে বাড়ির সবাই ঘুমিয়ে পড়েন। রাত সাড়ে ১২টার দিকে বৈদ্যুতিক বাল্ব বিস্ফোরণ থেকে গোয়াল ঘরের পাটখড়ির বেড়ায় আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে পরিবারের লোকজন ঘর থেকে বের হতে পারলেও গোয়ালঘর সংলগ্ন ঘরে ঘুমিয়ে থাকা শাশুড়ি কাবশি বেওয়া বের হতে পারেননি। তিনি আগুনে পুড়ে ঘুমন্ত অবস্থাতেই মারা যান।

মোস্তাফিজুর রহমন বলেন, অগ্নিকাণ্ডে ঘরের আসবাবপত্র, গরু বিক্রি করা নগদ ৭০ হাজার টাকাসহ সর্বস্ব পুড়ে গেছে। গোয়াল ঘরে থাকা তিনটি গরুর মধ্যে দুইটি গরু মারা গেছে। অপর একটি গরুর অবস্থা আশঙ্কাজনক।

কলাকোপা গ্রামে সাহেদ আলী বলেন, আগুন লাগার পরপরই ফায়ার সার্ভিসে খবর দিয়ে গ্রামের লোকজন আগুন নেভাতে কাজ শুরু করেন। ফায়ার সার্ভিসের গাড়ি রাস্তা ভুল করে অন্য গ্রামে চলে যায়। গ্রামের লোকজন আগুন নিয়ন্ত্রণে আনার পর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে আসেন।

গাবতলী ফায়ার স্টেশনের ফায়ারম্যান জহুরুল ইসলাম বলেন, বৈদ্যুতিক বাল্ব বিস্ফোরণ থেকেই আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে। রাতে রাস্তা চিনতে না পারায় ঘটনাস্থলে পৌঁছাতে কিছুটা দেরি হয়।

গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আগুনে পুড়ে মারা যাওয়া কাবাশি বেওয়ার মরদেহ হস্তান্তর করা হয়েছে।

আন্দোলনের মুখে রাবিতে আওয়ামীপন্থী ছয় ডিনের পদত্যাগ

নিরাপত্তা শঙ্কায় রাবি শিক্ষকের ক্লাস-পরীক্ষা বর্জন

ওসমান হাদি ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন: তারেক রহমান

রাবির ৬ ডিনের পদত্যাগ দাবি: ভিসি, প্রো-ভিসির দপ্তরে তালার পর সভা, সিদ্ধান্ত রাতে

শিশু সাজিদের পরিবারকে অনুদান দিল জামায়াত

বগুড়ায় ট্রাকচাপায় কলেজছাত্র নিহত

দুই ধান ব্যবসায়ীর ১০ লাখ টাকা ও কৃষকের তিনটি গরু চুরি

রাবিতে ৬ ডিনের চেম্বারে তালা, দায়িত্ব ছাড়তে রাজি হয়েছেন বলে জানালেন জিএস আম্মার

‘অপারেশন জিরো টলারেন্স ফর ফ্যাসিজম’ কর্মসূচি ঘোষণা রাকসুর জিএস আম্মারের

রাজশাহীতে ওসমান হাদির গায়েবানা জানাজা