হোম > সারা দেশ > রাজশাহী

বিলুপ্তির পথে জয়পুরহাটের তাঁতশিল্প

প্রতিনিধি, জয়পুরহাট 

জয়পুরহাটের কালাই উপজেলার বফলগাড়ী, ধাপ-শিকটা, খরপা, রাধানগর, জগডুম্বর, জিন্দারপুর ইউনিয়নের হাজিপুর, কালাই পৌরসভার দূরঞ্জ গ্রামে প্রায় ৬শ’ তাঁতী পরিবারের বসবাস। একসময় এই গ্রামের তৈরি শাড়ি, লুঙ্গি ও গামছার কদর ছিল দেশজুড়ে।

নানা সংকটে এখন আর নেই তাঁতপল্লীর চিরায়ত সেই কর্মচাঞ্চল্য। এখন শাড়ি, লুঙ্গি তৈরি না হলেও বংশ পরম্পরায় কিছু তাঁতী গামছা তৈরি করে তাদের ঐতিহ্য ধরে রাখার চেষ্টা করছেন। যে তাঁতশিল্প একসময় বাংলার ঐতিহ্য বহন করতো সময়ের পরিক্রমায় ঐতিহ্যবাহী সেই তাঁতশিল্পই এখন বিলুপ্তির পথে।

ইলেকট্রিক তাঁতে পোশাকে বৈচিত্র্য আসা এবং সুতাসহ বিভিন্ন উপকরণের দাম বেড়ে যাওয়ায় বংলার ঐতিহ্যবাহী তাঁতশিল্প বিলুপ্তির প্রধান কারণ।

পোশাকে আধুনিকতার ছোঁয়া, সুতার দাম বৃদ্ধি এবং সময়ের পরিক্রমায় ইলেকট্রিক তাঁতের দাপটে গুটাতে হচ্ছে পরম্পরার পেশা। এমন অবস্থা থেকে বেরিয়ে আসতে তাঁতীরা সরকারি পৃষ্ঠপোষকতার দাবি জানিয়েছেন।

সরেজমিনে তাঁতীদের সঙ্গে কথা বলে জানা যায়, আগে এই এলাকার তাঁতের তৈরি শাড়ি, লুঙ্গি, গামছার খুব কদর ছিল। স্থানীয় বাজার মোলামগাড়ীহাটে দেশের বিভিন্ন জায়গা থেকে মানুষ তাঁতের কাপড় কিনতে আসতেন।

লালমুনিরহাট থেকে তাঁতের কাপড় কিনতে আসা আব্দুল মোত্তালেব বলেন, এখানকার তাঁতের কাপড় অনেক ভালো মানের। এজন্য এই স্থানীয় বাজারে এতো দূর থেকে তাঁতের কাপড় কিনতে আসি।

তাঁতীরা জানান,‘বাজার থেকে সুতা নিয়ে এসে বাড়ির সব সদস্যরা মিলে কাজ করেও কোনমতে জীবন চলে তাদের। আগের মতো দাম না থাকায় পড়তে হচ্ছে নানা সংকটে। দিনে ৩শ’ টাকাও বিক্রি হয় না অনেক সময়।’

বফলগাড়ী গ্রামের আইজুল মন্ডল বলেন, ‘আগে কিছুটা কাজ চললেও করোনার কারণে অনেকেই এই পেশা ছেড়ে বিভিন্ন পেশায় যুক্ত হচ্ছেন। যারা এই পেশায় এখনও আছেন তারা তাদের পরিবার নিয়ে খুবই কষ্টে জীবনযাপন করছেন।’

খরপা গ্রামের তাঁতশিল্প সমবায় সমিতির সভাপতি মহাতাব হোসেন বলেন, সুতার দাম ঠিকই বাড়ে কিন্তু আমাদের তাঁতের কাপড়ের দাম বাড়ে না।

সংশ্লিষ্টরা বলছেন,ঐতিহ্যবাহী এই হস্তশিল্পটি টিকিয়ে রাখতে সহজ শর্তে ঋণ দেয়াসহ সরকারি পৃষ্ঠপোষকতা দরকার। পুনট ইউনিয়ন তাঁতশিল্প সমবায় সমিতির সভাপতি তাজুল মন্ডল বলেন, ‘ইলেক্ট্রিক পয়েন্টে যারা কাজ করে,তাদের মতো সরকারি সুযোগ সুবিধা যদি আমরা পেতাম তাহলে কর্মসংস্থান অনেক বেড়ে যেত।’

তাঁতীদের সরকারি প্রণোদনা দিতে উদ্যোগ নেয়ার কথা জানিয়ে উপজেলা নির্বাহী অফিসার মো: মোবারক হোসেন জানান, এখনও আমার সঙ্গে কোন তাঁতী যোগাযোগ করেনি। তাঁরা যোগাযোগ করলে সরকারি প্রণোদনার ব্যাপারে ব্যবস্থা করবো এবং এই তাঁতশিল্পকে টিকিয়ে রাখতে সবধরনের সহযোগিতা করবো।

প্রথমবার বিপিএলের ট্রফি রাজশাহীতে, ক্রিকেটপ্রেমীদের উচ্ছ্বাস

কৃষক দলের আহ্বায়ক কমিটিতে আওয়ামী লীগের কর্মী

বগুড়ায় ৬ জনকে কুপিয়ে জখম, অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

থমথমে চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত, বিজিবি–বিএসএফের পতাকা বৈঠক

পাবিপ্রবির নতুন ট্রেজারার শামীম আহসান

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারত ও বাংলাদেশের গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ

রুয়েটের নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

বাঘায় বিএনপি নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ

চাঁদাবাজি-দখলদারি বন্ধ না হলে যুদ্ধ চলবে: ডা. শফিকুর রহমান

বগুড়ায় পুলিশ হেফাজত থেকে পালিয়ে যাওয়া আসামি নওগাঁয় গ্রেপ্তার

সেকশন