Ajker Patrika
হোম > সারা দেশ > রাজশাহী

ন্যাড়া করে ঘোল ঢেলে গৃহবধূকে ‘শুদ্ধ’ করার ঘটনায় গ্রেপ্তার ৩ 

নওগাঁ প্রতিনিধি

ন্যাড়া করে ঘোল ঢেলে গৃহবধূকে ‘শুদ্ধ’ করার ঘটনায় গ্রেপ্তার ৩ 

নওগাঁর বদলগাছিতে অনৈতিক সম্পর্কের অভিযোগ তুলে এক গৃহবধূর মাথা ন্যাড়া করে ঘোল ঢেলে ‘শুদ্ধ’ করার ঘটনায় মামলা করেছেন ভুক্তভোগী। পরে এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়। 

বিষয়টি নিশ্চিত করেছেন বদলগাছি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আতিয়ার। গতকাল সোমবার রাতে ৫ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন ভুক্তভোগী ওই গৃহবধূ। 

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন—উপজেলার বাঁশপাড়া এলাকার জাওনা পাহানের ছেলে ও গ্রাম্য মাতব্বর বিমল পাহান (৩৮), রমেশ পাহানের ছেলে সুবাস পাহান (৪৫) ও ধামইরহাটের ইনসিরা গ্রামের মৃত সুবল চন্দ্রের ছেলে ভবেস পাহান (৫২)। 

মামলার আরও দুই আসামি হলেন—শ্রীমতি রঞ্জনা রাণী ও শ্রীমতি শংকরি। তারা দুজন পলাতক রয়েছেন। 

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ওই গৃহবধূকে পরকীয়া সম্পর্কের অপবাদ দিয়ে গ্রামে সালিসের উদ্যোগ নেওয়া হয়। ঘটনাটি গৃহবধূর মা জানতে পেরে ১৫ দিন আগে জামাইয়ের বাড়িতে গিয়ে মেয়েকে নিয়ে চলে যান। এরপর গত শনিবার তাঁর শাশুড়ি ওই গৃহবধূকে বাবার বাড়ি থেকে আবারও স্বামীর বাড়িতে নিয়ে যান। 

এরপর গ্রামের মাতব্বরেরা পরকীয়ার মিথ্যা অপবাদ দিয়ে তাঁকে সমাজচ্যুত করার পরিকল্পনা করেন। এরই ধারাবাহিকতায় সোমবার সকাল ৯টার দিকে মাতুব্বরেরা দলবদ্ধ হয়ে ওই গৃহবধূর বাড়িতে আসেন। পরে আসামি বিমল পাহানের হুকুমে সুবাস, রঞ্জনা, শংকরি নামের কয়েকজন জোর করে গৃহবধূর মাথার চুল কেটে ন্যাড়া দেন এবং মাথায় ঘোল ঢেলে দেন। এরপর আসামিরা তাঁকে ভয়ভীতি দেখিয়ে চলে যান।

ভুক্তভোগী গৃহবধূ আজকের পত্রিকাকে বলেন, ‘কারও সঙ্গে আমার অনৈতিক সম্পর্ক ছিল না। সমাজ থেকে আলাদা করা এবং সামাজিকভাবে হেয় করার জন্যই তারা আমার সঙ্গে এই কাজ করেছে। সবার কাছে আমাকে অপমান করা হয়েছে। আমি অপরাধীদের শাস্তি চাই।’ 

এ বিষয়ে বদলগাছি থানার ওসি আতিয়ার রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনার পর ভিকটিম নিজে বাদী হয়ে ৫ জনকে আসামি করে মামলা করেছেন। মামলার পর আত্মগোপনে থাকা আসামি বিমলকে বদলগাছীর জাবারীপুর এলাকা থেকে, সুবাসকে গয়েশপুর এলাকা থেকে এবং ভবেশকে ধামইরহাট উপজেলার ইসবপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে।’ 

তিনি আরও বলেন, ‘পলাতক আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে। গ্রেপ্তারকৃতদের আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।’ 

উল্লেখ্য, অনৈতিক সম্পর্কের অভিযোগ তুলে গতকাল সোমবার সকালে গ্রামের লোকজনের উপস্থিতিতে গৃহবধূর মাথা ন্যাড়া করে ঘোল ঢেলে দেওয়ার অভিযোগ ওঠে গ্রামের মাতব্বর বিমল পাহান এবং সুভাস পাহান এবং ভবেস পাহানের বিরুদ্ধে। ঘটনার পর থেকে ভুক্তভোগীকে তাঁর নিজ ঘরে অবরুদ্ধ করে রাখা হয়েছিল।

ট্রাইব্যুনালে মামলার রায় হলে লাফালাফি বন্ধ হবে: চিফ প্রসিকিউটর

শিমখেত থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি, প্রতীকী জানাজা রাবি শিক্ষার্থীদের

একটা গোষ্ঠী চাচ্ছে না যে আমরা স্থিতিশীল হই: আইজিপি

বিপ্লবোত্তর পরিস্থিতিতে শাসন কাজ সহজ নয়: আসিফ নজরুল

ফাগুনের বৃষ্টিতে মুকুল নিয়ে উদ্বিগ্ন চাষিরা

জ্বালানি খাত জিম্মি করছেন আওয়ামী লীগের নেতারা

বগুড়ায় অপসারণের দাবিতে অধ্যক্ষকে অবরুদ্ধ

মন্দিরে দুই দফায় ভাঙচুর, যুবদল নেতা আটক

আহত ছেলেকে দেখতে যাওয়ার পথে মা নিহত