বগুড়ার ধুনটে বিদ্যুতের খুঁটি থেকে অবৈধভাবে সংযোগ নিতে গিয়ে আইয়ুব আলী নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। আজ বুধবার বেলা ১১টার দিকে উপজেলার উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, আইয়ুব আলী (১৮) উপজেলার কাদাই উত্তরপাড়া গ্রামের ওসমান মণ্ডলের ছেলে। সে ধুনট সরকারি ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী। আজ গ্রামে ফসলের মাঠ ফাঁকা থাকায় সেখানে ফুটবল খেলার কথা ছিল।
বেলা ১১টার দিকে ফুটবল খেলার সময় বিদ্যুৎ সংযোগ দিয়ে মাইক বাজানোর পরিকল্পনা করে আইয়ুব আলী। এ জন্য পাশের একটি খুঁটি থেকে অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ নেওয়ার সময় বিদ্যুতায়িত হয়ে পড়ে সে। আহত অবস্থায় স্বজনেরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।