নাটোরের বাগাতিপাড়ায় স্কুলছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মোকছেদ আলী নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সদর ইউনিয়নে তার নিজের বাড়ি থেকে তাকে আটক করা হয়।
তদন্তকারী কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক ফজলুর রহমান জানান, অভিযুক্ত মোকছেদ আলী (৫৩) গত ঈদুল ফিতরের পরের দিন শিশুটিকে ধর্ষণের চেষ্টা করেছিল। শিশুটির মায়ের এমন অভিযোগের প্রেক্ষিতে তাকে আটক করা হয়েছে। তবে বিষয়টি তদন্ত করা হচ্ছে। বিস্তারিত পরে জানানো হবে।
এ ব্যাপারে বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল আযম খাঁন আজকের পত্রিকাকে বলেন, ‘অভিযুক্তকে আটকের পর তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’