রাজশাহীর পবায় নিখোঁজের প্রায় দুই দিন পর মো. দুলাল (৪৫) নামের এক কৃষকের ভাসমান লাশের সন্ধান মিলেছে পুকুরে। নিহতের বাড়ি উপজেলার মদনহাটি গ্রামে। আজ বুধবার সকালে ওই গ্রামের একটি পুকুরে দুলালের লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা।
পুকুরে দুলালের লাশের সঙ্গে একটি বাঁশও ভাসছে। লাশটি ওই বাঁশের সঙ্গে বাঁধা রয়েছে বলে ধারণা স্থানীয়দের। আজ বেলা ১১টা পর্যন্ত লাশ পুকুরের পানি থেকে তোলা হয়নি। ঘটনাস্থলে পুলিশ আছে।
পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, ‘আমরা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইম সিন টিমের জন্য অপেক্ষা করছি। তারা আসার পরে লাশটি পানি থেকে তুলে সুরতহাল করা হবে। এরপর ময়নাতদন্তের জন্য লাশ রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হবে।’
ওসি বলেন, গত সোমবার রাত থেকে নিখোঁজ ছিলেন কৃষক দুলাল। এটি হত্যাকাণ্ড নাকি অন্য কিছু, তা সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের পর ধারণা করা যেতে পারে। ময়নাতদন্তের রিপোর্ট হওয়ার পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।