হোম > সারা দেশ > নাটোর

লালপুরে ট্রেনের ধাক্কায় গৃহবধূর মৃত্যু

নাটোর (লালপুর) প্রতিনিধি

প্রতীকী ছবি

নাটোরের লালপুরে রেললাইন দিয়ে পায়ে হেঁটে যাওয়ার সময় ট্রেনের ধাক্কায় রশিদা বেগম (৫৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। আজ রোববার উপজেলার নারায়ণপুর রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রশিদা বেগম উপজেলার জোতদৈবকি গ্রামের মো. মহাসিন আলীর স্ত্রী।

দুর্ঘটনার বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন ঈশ্বরদী রেলওয়ে (জিআরপি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোক্তার হোসেন। তিনি বলেন, এ ঘটনায় ঈশ্বরদী জিআরপি থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ রোববার সকাল ৭টার দিকে নারায়ণপুর রেলগেট এলাকায় ট্রেনের লাইন দিয়ে পায়ে হেঁটে যাওয়ার সময় রাজশাহী থেকে ছেড়ে আসা সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়।

নিহতের দেবর হুনা আলী জানান, শনিবার উপজেলার বিষ্ণপুর গ্রামে ভাইয়ের মেয়ে সিমার বাড়িতে বেড়াতে যান রশিদা বেগম। সকালে তাঁর মামী শাশুড়ির মৃত্যু সংবাদ পেয়ে সীমার বাড়ি থেকে রেললাইন দিয়ে পায়ে হেঁটে নবীনগর গ্রামে আসার পথে গোপালপুর পৌরসভার নারায়ণপুর রেলগেটের নিকটে সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেনে ধাক্কা লেগে ঘটনাস্থলেই তিনি মারা যান।

উপজেলার আজিমনগর স্টেশন মাস্টার কামরুল হাসান লিখন জানান, সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেনটি আজ ভোর ৬টা ৫৫ মিনিটের দিকে আজিমনগর স্টেশন থেকে খুলনা অভিমুখে ছেড়ে যায়। পরে ওই ট্রেনের ধাক্কায় এক নারীর মৃত্যুর খবর পান।

চোর সন্দেহে নির্যাতন: মবের ভুক্তভোগীকে জেল, হাসপাতালে মৃত্যু

কাজ করার পরেও ডিস্টার্ব করতে আসলে ১, ২, ৩, ৪ করে দেব: জিএস আম্মার

‘ছাত্রদল আপনার মতো আম্মারকে ৩০ মিনিটে বের করে দিতে সক্ষম’, ভিডিও ভাইরাল

প্যারোলে মুক্তি পেয়ে বাবার শেষকৃত্যে অংশ নিলেন আওয়ামী লীগ নেতা প্রদ্যুৎ কুমার

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল

আন্দোলনের মুখে রাবিতে আওয়ামীপন্থী ছয় ডিনের পদত্যাগ

নিরাপত্তা শঙ্কায় রাবি শিক্ষকের ক্লাস-পরীক্ষা বর্জন

ওসমান হাদি ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন: তারেক রহমান

রাবির ৬ ডিনের পদত্যাগ দাবি: ভিসি, প্রো-ভিসির দপ্তরে তালার পর সভা, সিদ্ধান্ত রাতে