হোম > সারা দেশ > রাজশাহী

বগুড়ায় নারী উত্ত্যক্তের প্রতিবাদে ছুরিকাঘাত, দুই ভাই গ্রেপ্তার

বগুড়া প্রতিনিধি

বগুড়ায় নারীদের উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় নাদিম হোসেন (২৫) নামের এক যুবককে ছুরিকাঘাত করা হয়েছে। এ ঘটনায় আকাশ (২০) ও আরমান (২৩) নামের দুই ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ মঙ্গলবার ভোররাতে শহরের মগলিশপুর থেকে তাঁদের গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তাররা মগলিশপুরের আব্দুল কুদ্দুস মন্ডলের ছেলে।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী।

এর আগে সোমবার রাত পৌনে ১২টার দিকে বগুড়া শহরের মগলিশপুর এলাকায় নাদিম হোসেনকে উপর্যুপরিভাবে ছুরিকাঘাত করা হয়। তিনি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এ ঘটনায় আজ মঙ্গলবার সাবিনা বেগম বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।

নাদিম শহরের মগলিশপুর এলাকার মৃত. আবুল হোসেনের ছেলে। তিনি শহরের গালাপট্টিতে স্বর্ণের গয়না তৈরির কারিগরের কাজ করেন।

নাদিমের মা সাবিনা বেগম জানান, গ্রেপ্তার দুই যুবকসহ তাদের সহযোগীরা এলাকায় নারীদের বিভিন্নভাবে উত্ত্যক্ত করে। সোমবার বিকেলে নাদিম ও তার এক বন্ধু ঘটনার প্রতিবাদ করে। রাতে নাদিম শহরে কাজ শেষে ফেরার পথে তাকে ছুরিকাঘাত করা হয়।

বাঘায় আম গাছে ঝুলছিল গৃহবধূর লাশ

কামারখন্দে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

অধ্যক্ষের অপসারণ দাবি, রাজশাহী নার্সিং কলেজের প্রশাসনিক ভবনে তালা

যমুনায় মিলল নিখোঁজ মাদ্রাসাছাত্রের লাশ

নাটোরে চোর সন্দেহে গণপিটুনিতে মধ্যবয়সীর মৃত্যু

রাজশাহীতে সম্মেলনের পর ব্যানার-ফেস্টুন সরিয়ে নিল জামায়াত

হামলা মামলায় রাজশাহী ছাত্রলীগের সাবেক নেতা অমি গ্রেপ্তার

রাবিতে পরীক্ষা গ্রহণের দাবিতে শিক্ষককে অবরুদ্ধ রেখে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

বগুড়ায় ৬ জনকে কুপিয়ে জখম: যুবদল নেতাসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

বিজিবির ওপর হামলা চালিয়ে মহিষ ছিনিয়ে নেওয়ার অভিযোগ বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে

সেকশন