Ajker Patrika
হোম > সারা দেশ > রাজশাহী

বিএনপির আন্দোলনে সরকারের ভিত নড়ে গেছে: মিনু

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

বিএনপির আন্দোলনে সরকারের ভিত নড়ে গেছে: মিনু

বিএনপির চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা মিজানুর রহমান মিনু বলেছেন, ‘বিএনপির আন্দোলনের কারণে এই সরকারের ভিত নড়ে গেছে। তাই হয়রানি, রাহাজানি, গায়েবি মামলা ও নির্যাতন বেড়ে গেছে।’ 

আজ রোববার বেলা সাড়ে ১১টায় রাজশাহীতে বিএনপির পদযাত্রার আগে এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে মিনু বলেন, ‘দেশে এখন ভয়ানক অবস্থা বিরাজ করছে। সামনে দুর্ভিক্ষের হাতছানি দিচ্ছে। নিত্যপণ্যের ঊর্ধ্বগতিতে মানুষ দিশেহারা হয়ে পড়েছে। এ অবস্থা থেকে দেশের মানুষকে রক্ষায় গণতন্ত্র পুনরুদ্ধার করা দরকার। নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দরকার।’ 

মিনু অভিযোগ করেন, ‘বিএনপির আন্দোলনে ভীত হয়ে নেতা-কর্মীদের নামে গায়েবি মামলা দিয়ে অযথা গ্রেপ্তার করে হয়রানি করা হচ্ছে। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ বক্তব্য দিতে গিয়ে মুখ ফসকে এক কথা বলে ফেলেন। এ পরিপ্রেক্ষিতে দেশব্যাপী তাঁর বিরুদ্ধে আন্দোলন শুরু হয়। বর্তমানে এই সরকারের আজ্ঞাবহ পেটোয়া বাহিনী তাঁকে আটক করে রিমান্ডে নিয়েছে।’ 

রাজশাহীর ঐতিহাসিক ভুবনমোহন পার্কে আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ আলী ঈশা। বিশেষ অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশবিষয়ক সম্পাদক মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক  সাইফুল ইসলাম মার্শাল, জেলা বিএনপির সাবেক সভাপতি তোফাজ্জল হোসেন তপু, মহানগর বিএনপির সদস্যসচিব মামুন-অর-রশিদ প্রমুখ।

মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম শাফিক সমাবেশ সঞ্চালনা করেন। সমাবেশ শেষে নেতা-কর্মীরা একটি পদযাত্রা বের করেন। ভুবনমোহন পার্কের সামনে থেকে পদযাত্রা শুরু হয়। নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে পদযাত্রা শেষ হয়।

২ সন্তানকে বাঁচাতে গিয়ে আগুনে প্রাণ গেল মায়ের

হত্যাচেষ্টা মামলায় সিরাজগঞ্জের সাবেক এমপি আজিজ রিমান্ডে

বড়াইগ্রামে মাছ ধরা নিয়ে সংঘর্ষে আহত ১৭

চাঁপাইনবাবগঞ্জে ট্রলির ধাক্কায় মোটরসাইকেলচালক নিহত

‘ঢাবি আধিপত্যের’ প্রতিবাদে রাবি শিক্ষার্থীদের রেলপথ অবরোধ

ইউএনওর কক্ষে জামায়াত নেতাদের মারধর, বিএনপির ৪ নেতাকে শোকজ

বার কাউন্সিলের পরীক্ষার ফি কমানোর দাবি রাবি শিক্ষার্থীদের

পেট্রল ঢেলে পুড়িয়ে দেওয়া হলো বিএনপি নেতার কৃষিযন্ত্র

প্রসবকালে মাথা বিচ্ছিন্ন হয়ে নবজাতকের মৃত্যুর অভিযোগ, তদন্ত কমিটি গঠন

ধামইরহাটে সরকারি জমির মাটি কাটায় জরিমানা