হোম > সারা দেশ > রাজশাহী

ঘণ্টায় ১৪ ভোট ইভিএমে, অভিযোগ জাপা প্রার্থীর 

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী থেকে

রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে ভোট দিতে এসে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) নিয়ে অভিযোগ তুললেন জাতীয় পার্টির প্রার্থী সাইফুল ইসলাম স্বপন। তিনি বলেন, ‘ঘণ্টায় ১৩ থেকে ১৪টির বেশি ভোট নিতে পারছে না ইভিএম মেশিন।’

আজ মঙ্গলবার সকাল ১০টায় আটকোষী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে আসেন সাইফুল ইসলাম। তবে তাঁর এই কেন্দ্রে ভোটার উপস্থিতি বেশি থাকায় একটি জটলা তৈরি হয় ভোটারদের, যা পরে বিশৃঙ্খলায় রূপ নেয়।

জাতীয় পার্টির প্রার্থী সাইফুল ইসলাম গণমাধ্যমকে বলেন, তিনি এখন পর্যন্ত পাঁচটি কেন্দ্রে ঘুরেছেন। সবগুলো কেন্দ্রে ইভিএমে খুব ধীরগতিতে ভোট গ্রহণ চলছে। ঘণ্টায় ১৩ থেকে ১৪টির বেশি ভোট নিতে পারছে না ইভিএম মেশিন।

এই প্রার্থী এর আগেই ইভিএম নিয়ে অভিযোগ তুলে ভোট বর্জন করতে চেয়েছিলেন। তবে কেন্দ্র থেকে তাঁকে অব্যাহতি না দেওয়ায় তিনি ভোটে আছেন।

সাইফুল ইসলাম বলেন, তিনি আগেই ইভিএমের এই সমস্যার কথা বলেছিলেন। ভোটার উপস্থিতি সন্তোষজনক আছে, তবে ইভিএমের কারণে ভোট গ্রহণ চলছে ধীরগতিতে। তাই এখন মনের বিরুদ্ধে হলেও তিনি নির্বাচনে থাকবেন।

সাইফুল ইসলাম বলেন, ফলাফল যাই হোক, তিনি মেনে নেবেন। ফলাফল মেনে নেওয়া ছাড়া কোনো উপায় নেই তার কাছে।

এই কেন্দ্রের অনেক ভোটারই অভিযোগ করেছেন, সকাল ৮টা থেকে তাঁরা লাইনে দাঁড়িয়ে থাকলেও ভোট দিতে পারেননি। ইভিএম মেশিন নষ্ট থাকায় তা কয়েকবার পরিবর্তনের কথা বলছেন তাঁরা।

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল

আন্দোলনের মুখে রাবিতে আওয়ামীপন্থী ছয় ডিনের পদত্যাগ

নিরাপত্তা শঙ্কায় রাবি শিক্ষকের ক্লাস-পরীক্ষা বর্জন

ওসমান হাদি ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন: তারেক রহমান

রাবির ৬ ডিনের পদত্যাগ দাবি: ভিসি, প্রো-ভিসির দপ্তরে তালার পর সভা, সিদ্ধান্ত রাতে

শিশু সাজিদের পরিবারকে অনুদান দিল জামায়াত

বগুড়ায় ট্রাকচাপায় কলেজছাত্র নিহত

দুই ধান ব্যবসায়ীর ১০ লাখ টাকা ও কৃষকের তিনটি গরু চুরি

রাবিতে ৬ ডিনের চেম্বারে তালা, দায়িত্ব ছাড়তে রাজি হয়েছেন বলে জানালেন জিএস আম্মার