পাবনা প্রতিনিধি
পাবনার সুজানগরে ভোটারদের কেন্দ্রে যেতে বাধা এবং তাঁদের যাতায়াতের গাড়ি ফিরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে এক চেয়ারম্যান পদপ্রার্থী ও তাঁর লোকজনের বিরুদ্ধে। উপজেলা পরিষদ নির্বাচনে আজ বুধবার সকাল ৮টা থেকে সুজানগরসহ জেলার বেড়া ও সাঁথিয়ায় ইভিএমে ভোট গ্রহণ চলছে।
সুজানগরের ৪৩ নম্বর মথুরাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ইভিএম পদ্ধতিতে ভোট দেন মোটরসাইকেল প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওহাব। তিনি অভিযোগ করেন, ভোট গ্রহণের শুরুতেই সুজানগর উপজেলায় ভোটকেন্দ্রে যেতে ভোটারদের বাধা ও তাঁদের যাতায়াতের গাড়ি ফিরিয়ে দেওয়া হচ্ছে।
ভোট দেওয়া শেষে আব্দুল ওহাব সাংবাদিকদের বলেন, ‘সুজানগর উপজেলার বেশ কয়েকটি ভোটকেন্দ্রে স্থানীয় চিহ্নিত সন্ত্রাসীরা আনারস প্রতীকের প্রার্থী শাহীনুজ্জামান শাহীনের পক্ষে প্রভাব বিস্তারসহ বিশৃঙ্খলা সৃষ্টি করছে। চিহ্নিত সন্ত্রাসীদের তালিকা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে দেওয়া হয়েছে। আশা করছি ভোটের পরিবেশ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ রাখতে সহযোগিতা করবে সরকারি বাহিনী।’
অভিযোগের বিষয়ে জানতে আনারস প্রতীকের প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান শাহীনের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি ধরেননি।
পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম বলেন, ‘শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে। যেখানে অভিযোগ পাওয়া যাবে, সেখানেই ব্যবস্থা নেওয়া হবে। তবে এখন পর্যন্ত তেমন উল্লেখযোগ্য অভিযোগ পাওয়া যায়নি।’
সরেজমিনে জানা গেছে, ভোট গ্রহণ শুরুর পর সকালের দিকে ভোটারদের উপস্থিতি কম দেখা গেছে। অনেকে ইভিএম সিস্টেম না বোঝার কারণে ভোট গ্রহণে ধীরগতি হচ্ছে।
নির্বাচন কার্যালয় সূত্র জানায়, বেড়া, সাঁথিয়া ও সুজানগর উপজেলায় চেয়ারম্যান পদে ১৪ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ১৩ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৯ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। সুজানগরে ৭২, বেড়ায় ৬৮ ও সাঁথিয়া ৯৩টি ভোটকেন্দ্রে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ চলছে।
এর মধ্যে বেড়া উপজেলায় চেয়ারম্যান পদে আটজন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ছয়জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই উপজেলায় মোট ভোটার ২ লাখ ২৬ হাজার।
সাঁথিয়া উপজেলায় চেয়ারম্যান পদে চারজন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে তিনজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই উপজেলায় মোট ভোটার ৩ লাখ ২১ হাজার ২৬১ জন।
সুজানগর উপজেলায় চেয়ারম্যান পদে দুজন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে চারজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই উপজেলায় মোট ভোটার ২ লাখ ৪৪ হাজার ২১৯ জন।
গত সোমবার রাত সাড়ে ১২টার দিকে সুজানগরের চর ভবানীপুরের নির্বাচনী এলাকায় চেয়ারম্যান পদপ্রার্থী ও তাঁর ১০ সহযোগীকে আটকের ঘটনা ঘটে। র্যাব-১২ পাবনা ক্যাম্পের সদস্যরা আটক অভিযান পরিচালনা করেন।
এদিকে গত সোমবার রাত প্রায় ২৩ লাখ টাকাসহ আনারস প্রতীকের প্রার্থী শাহীনুজ্জামান শাহীনসহ ১১ জনকে আটক করে র্যাব। ১২ ঘণ্টা পর গতকাল মঙ্গলবার দুপুরে মুক্তি পান তাঁরা। জব্দ করা টাকা ভোটারদের প্রভাবিত করার উদ্দেশ্যে বহন করা হচ্ছিল বলে জানায় র্যাব।