নাটোর প্রতিনিধি
নাটোরের গুরুদাসপুরে সময়মতো সুদের টাকা পরিশোধ করতে না পারায় কৃষককে মারধরের পর শিকলবন্দী করার অভিযোগ উঠেছে। আজ রোববার এ ঘটনায় অভিযুক্ত আজিজ হোসেনকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
আহত কৃষকের নাম মো. আসাদ আলী (৫৫)। তিনি সিরাজগঞ্জ জেলার তাড়াশ থানার ঈশ্বরপুর গ্রামের মৃত হযরত প্রামাণিকের ছেলে। গ্রেপ্তার আজিজ গুরুদাসপুর উপজেলার মশিন্দা ইউনিয়নের বাহাদুরপাড়া গ্রামের মো. আব্দুল প্রামানিকের ছেলে।
জেলা পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম বলেন, তিন বছর আগে আজিজের কাছ থেকে ৮০ হাজার টাকা সুদে নিয়েছিলেন কৃষক আসাদ। দুই বছরে ২০ হাজার টাকা সুদ এবং আসল ৩০ হাজার টাকা পরিশোধ করেন। বাকি ৫০ হাজার টাকা এ বছর দেওয়ার কথা থাকলেও একটি দুর্ঘটনায় তিনি ক্ষতিগ্রস্ত হন। সংসারে একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি তিনি। অভাবগ্রস্ত হওয়ায় আব্দুল আজিজের পাওনা টাকা দিতে বিলম্ব হয়।
পুলিশ সুপার আরও বলেন, গতকাল শনিবার সকালে আজিজ ও তাঁর বাবা আফজাল হোসেন সঙ্গে কয়েকজনকে নিয়ে কৃষক আসাদের বাড়িতে যান। এ সময় আসাদকে জোর করে হাত-পা বেঁধে তুলে আনেন। এরপর আব্দুল আজিজের বাড়ির বারান্দায় কোমরে শিকল পরিয়ে তালাবদ্ধ করে রাখেন। টাকা না দিতে পারলে ছেড়ে দেবেন না বলে জানান তাঁরা।
এ ঘটনায় ভুক্তভোগীর স্ত্রী মোছা. শাহানারা খাতুন রাতে গুরুদাসপুর থানায় মামলা দায়ের করেন। মামলার পরিপ্রেক্ষিতে আজ ভোর ৪টায় গুরুদাসপুর থেকে আজিজকে গ্রেপ্তার করা হয়।