হোম > সারা দেশ > রাজশাহী

সুদের টাকা না দেওয়ায় কৃষককে মারধর করে শিকলবন্দী, যুবক গ্রেপ্তার

নাটোর প্রতিনিধি

নাটোরের গুরুদাসপুরে সময়মতো সুদের টাকা পরিশোধ করতে না পারায় কৃষককে মারধরের পর শিকলবন্দী করার অভিযোগ উঠেছে। আজ রোববার এ ঘটনায় অভিযুক্ত আজিজ হোসেনকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

আহত কৃষকের নাম মো. আসাদ আলী (৫৫)। তিনি সিরাজগঞ্জ জেলার তাড়াশ থানার ঈশ্বরপুর গ্রামের মৃত হযরত প্রামাণিকের ছেলে। গ্রেপ্তার আজিজ গুরুদাসপুর উপজেলার মশিন্দা ইউনিয়নের বাহাদুরপাড়া গ্রামের মো. আব্দুল প্রামানিকের ছেলে।

জেলা পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম বলেন, তিন বছর আগে আজিজের কাছ থেকে ৮০ হাজার টাকা সুদে নিয়েছিলেন কৃষক আসাদ। দুই বছরে ২০ হাজার টাকা সুদ এবং আসল ৩০ হাজার টাকা পরিশোধ করেন। বাকি ৫০ হাজার টাকা এ বছর দেওয়ার কথা থাকলেও একটি দুর্ঘটনায় তিনি ক্ষতিগ্রস্ত হন। সংসারে একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি তিনি। অভাবগ্রস্ত হওয়ায় আব্দুল আজিজের পাওনা টাকা দিতে বিলম্ব হয়।

পুলিশ সুপার আরও বলেন, গতকাল শনিবার সকালে আজিজ ও তাঁর বাবা আফজাল হোসেন সঙ্গে কয়েকজনকে নিয়ে কৃষক আসাদের বাড়িতে যান। এ সময় আসাদকে জোর করে হাত-পা বেঁধে তুলে আনেন। এরপর আব্দুল আজিজের বাড়ির বারান্দায় কোমরে শিকল পরিয়ে তালাবদ্ধ করে রাখেন। টাকা না দিতে পারলে ছেড়ে দেবেন না বলে জানান তাঁরা।

এ ঘটনায় ভুক্তভোগীর স্ত্রী মোছা. শাহানারা খাতুন রাতে গুরুদাসপুর থানায় মামলা দায়ের করেন। মামলার পরিপ্রেক্ষিতে আজ ভোর ৪টায় গুরুদাসপুর থেকে আজিজকে গ্রেপ্তার করা হয়।

কৃষক দলের আহ্বায়ক কমিটিতে আওয়ামী লীগের কর্মী

বগুড়ায় ৬ জনকে কুপিয়ে জখম, অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

থমথমে চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত, বিজিবি–বিএসএফের পতাকা বৈঠক

পাবিপ্রবির নতুন ট্রেজারার শামীম আহসান

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারত ও বাংলাদেশের গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ

রুয়েটের নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

বাঘায় বিএনপি নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ

চাঁদাবাজি-দখলদারি বন্ধ না হলে যুদ্ধ চলবে: ডা. শফিকুর রহমান

বগুড়ায় পুলিশ হেফাজত থেকে পালিয়ে যাওয়া আসামি নওগাঁয় গ্রেপ্তার

জামায়াতের সম্মেলন উদ্বোধন করতে গিয়ে অঝোরে কাঁদলেন শহীদ সাকিবের বাবা

সেকশন