জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটে পুকুর দখল নিয়ে ‘হিন্দু-মুসলমান’ সংঘর্ষ হয়েছে। শুক্রবার (১ নভেম্বর) সদর উপজেলার পশ্চিম তেঁতুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ওই গ্রামের হিন্দু সম্প্রদায়ের পক্ষে সুভাষ নামের এক ব্যক্তি বাদী হয়ে জয়পুরহাট সদর থানায় মামলা দায়ের করেছেন। মামলার পরপরই অভিযান চালিয়ে চারজন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন এসব তথ্য নিশ্চিত করেছেন।
শাহেদ আল মামুন আজকের পত্রিকাকে বলেন, ‘জয়পুরহাট সদর উপজেলার পশ্চিম তেঁতুলিয়া গ্রামে চাষ করা একটি পুকুর দখলকে কেন্দ্র করে ওই গ্রামের হিন্দু এবং মুসলমান সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় হিন্দু সম্প্রদায়ের পক্ষে সুভাষ নামের একজন বাদী হয়ে মামলা করেন। মামলাটি আমলে নিয়ে দ্রুততার সঙ্গে অভিযান চালিয়ে চারজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।’