হোম > সারা দেশ > রাজশাহী

পুলিশ, ছাত্রলীগ ও শিক্ষার্থীদের ত্রিমুখী সংঘর্ষে জয়পুরহাটে আহত ১৭

জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাটে পুলিশ, ছাত্রলীগ ও আন্দোলনকারী শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন অন্তত ১৭ জন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত চলে এ সংঘর্ষ।

সরেজমিন দেখে যায়, জয়পুরহাট রামদেও বাজলা সরকারি উচ্চবিদ্যালয়ে সকাল ১০টার কয়েক শ শিক্ষার্থী সমবেত হন। এরপর সকাল সোয়া ১০টার দিকে তাঁরা সড়কে নামেন। এরপর আন্দোলনকারী প্রধান সড়ক ধরে পুলিশ সুপার কার্যালয় মোড়ে এসে সড়কে অবস্থান নেন। এ সময় সড়কে শত শত যানবাহন আটকে যায়। 

একই সময়ে আন্দোলনকারীদের বিপরীত দিকে অবস্থান নেয় পুলিশ। এর কিছুক্ষণ পরে আন্দোলনকারীরা সেখানে থেকে জেলা শহরের জিরো পয়েন্ট পাঁচুর মোড়ের দিকে রওনা দেন। বিক্ষোভ মিছিলটি জেলা শহরের জিরো পয়েন্ট পাঁচুর মোড়ের চিত্রারোধ এলাকায় পৌঁছান সকাল সাড়ে ১০টার দিকে। 

সেখানে আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতা-কর্মীদের সঙ্গে আন্দোলনকারীদের দেখা হয়। তখন আন্দোলনকারীরা তাদের উদ্দেশে বিভিন্ন স্লোগান দেন। এতে ছাত্রলীগের সঙ্গে আন্দোলনকারীদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এরপর বেলা ১১টার দিকে পুলিশের ভ্যান ঘটনাস্থলে পৌঁছে আন্দোলনকারীদের ধাওয়া করে ছত্রভঙ্গের চেষ্টা করে। তখন আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। 

এরপর পরিস্থিতি স্বাভাবিক হলে দুপুর ১২টার দিকে পাঁচুর মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ করেন শিক্ষার্থীরা। এরপর তাঁরা পুনরায় রামদেও বাজলা সরকারি উচ্চবিদ্যালয়ে ফিরে যান। 

নাম প্রকাশে অনিচ্ছুক আন্দোলনকারীদের দাবি, পুলিশ ও ছাত্রলীগের হামলায় অন্তত ১০ জন শিক্ষার্থী আহত হয়েছেন। 

জয়পুরহাট থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির জানান, শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে তাঁদের ছোড়া পাথর আঘাতে সাতজন পুলিশ সদস্য আহত হয়েছেন। তবে বর্তমানে (বেলা ২টা পর্যন্ত) পরিস্থিতি স্বাভাবিক আছে।

কৃষক দলের আহ্বায়ক কমিটিতে আওয়ামী লীগের কর্মী

বগুড়ায় ৬ জনকে কুপিয়ে জখম, অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

থমথমে চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত, বিজিবি–বিএসএফের পতাকা বৈঠক

পাবিপ্রবির নতুন ট্রেজারার শামীম আহসান

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারত ও বাংলাদেশের গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ

রুয়েটের নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

বাঘায় বিএনপি নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ

চাঁদাবাজি-দখলদারি বন্ধ না হলে যুদ্ধ চলবে: ডা. শফিকুর রহমান

বগুড়ায় পুলিশ হেফাজত থেকে পালিয়ে যাওয়া আসামি নওগাঁয় গ্রেপ্তার

জামায়াতের সম্মেলন উদ্বোধন করতে গিয়ে অঝোরে কাঁদলেন শহীদ সাকিবের বাবা

সেকশন