Ajker Patrika
হোম > সারা দেশ > রাজশাহী

আওয়ামী লীগের জনসভার আগে বিএনপির নেতা-কর্মীদের হয়রানির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

আওয়ামী লীগের জনসভার আগে বিএনপির নেতা-কর্মীদের হয়রানির অভিযোগ

আগামী ২৯ জানুয়ারি রাজশাহীতে আওয়ামী লীগের জনসভার আগে বিএনপির নেতা-কর্মীদের হয়রানি করা হচ্ছে বলে দলটির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে রাজশাহী মহানগর বিএনপির পক্ষ থেকে এ অভিযোগ করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ আলী ঈসা। তিনি বলেন, ‘আগামী ২৯ জানুয়ারি রাজশাহীর মাদ্রাসা মাঠে জনসভা করবে আওয়ামী লীগ। আমরা উদার গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের এই জনসভাকে স্বাগত জানাই। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, এই জনসভাকে কেন্দ্র করে সরকারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অত্যন্ত অন্যায় ও নির্লজ্জভাবে আমাদের নেতা-কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে হয়রানি ও ভয়ভীতি দেখাচ্ছে। নেতা-কর্মীদের নামে মিথ্যা সাজানো মামলা দিচ্ছে।’

তিনি বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের মাধ্যমে নেতা-কর্মীদের হয়রানি করা মানবাধিকার লঙ্ঘনের শামিল। আমরা রাজশাহী মহানগর বিএনপির পক্ষ থেকে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার ও নেতা-কর্মীদের হয়রানি বন্ধের দাবি জানাচ্ছি।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ওয়ালিউল হক রানা, সদস্যসচিব মামুন-অর-রশিদ, রাজশাহী মহানগর তাঁতি দলের আহ্বায়ক আরিফুল শেখ বনি প্রমুখ।

অভিযোগের বিষয়ে মহানগর পুলিশের মুখপাত্র রফিকুল আলম বলেন, ‘বিএনপির অভিযোগ সত্য নয়। কাউকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে হয়রানি করা হচ্ছে না। পুলিশ নিয়মের মধ্যেই কাজ করছে।’ 

বাটার মোড়ের জিলাপি ছাড়া ইফতারই অপূর্ণ

বিলের মাঝে ৩ কোটির সেতু

২০০ ভাটার ১৯২টিই অবৈধ, নীরব প্রশাসন

আ.লীগ নেতার গ্রেপ্তার নিয়ে রাজশাহীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

বিএনপি নেতার বিরুদ্ধে মসজিদের চাল আত্মসাতের অভিযোগ তোলায় হামলা, আহত ৫

পাবনায় বালু লুটের অপরাধে ৩ জনের কারাদণ্ড

চাকরি স্থায়ীকরণের দাবিতে মাস্টার রোল কর্মচারীদের বিক্ষোভ, রাবি উপাচার্য অবরুদ্ধ

ডোবার পানিতে ডুবে প্রাণ গেল দুই বোনের

স্নাতকের ফল প্রকাশের আগেই রাবিতে প্রথম শ্রেণির চাকরি, তদন্ত কমিটি

দুর্গম চরাঞ্চলে মিলল যুবলীগ নেতার অর্ধগলিত মরদেহ