Ajker Patrika
হোম > সারা দেশ > রাজশাহী

বাঘায় ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে শিক্ষকের নামে মামলা

বাঘা (রাজশাহী) প্রতিনিধি      

বাঘায় ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে শিক্ষকের নামে মামলা
ছবি: সংগৃহীত

রাজশাহীর বাঘায় ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে এক প্রধান শিক্ষকের বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল সোমবার ভুক্তভোগীর মা বাদী হয়ে থানায় মামলাটি দায়ের করেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, উপজেলার চকএনায়েত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান ৩০ অক্টোবর দুপুরে কৌশলে ৫ম শ্রেণির এক ছাত্রীকে অফিস কক্ষে ডেকে নেন।

এ সময় তিনি অফিসে কক্ষে কেউ না থাকার সুযোগে ভুক্তভোগীর আপত্তিকরস্থানে হাত দেন। এরপর ভুক্তভোগী বাড়িতে গিয়ে বিষয়টি তার বাবা-মাকে জানায়। পরে পরিবারের পক্ষ থেকে বিষয়টি জানতে গেলে উল্টো নানাভাবে হুমকি দেন প্রধান শিক্ষক।

পরে স্থানীয়দের ঘটনাটি অবগত করা হয়। ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তারা। কিন্তু ১৩ দিনেও কোন ব্যবস্থা না নেওয়ায় ছাত্রীর মা বাদী হয়ে বাঘা থানায় মামলা দায়ের করেন। এই বিষয়ে কথা বলতে অভিযুক্ত শিক্ষক মিজানুর রহমানের মোবাইল ফোনে একাধিকবার কল দিয়ে বন্ধ পাওয়া যায়।

বাঘা থানার এসআই ও তদন্ত কর্মকর্তা নাসির উদ্দিন তুহিন আজকের পত্রিকাকে বলেন, ‘অভিযোগটি মামলা হিসেবে রেকর্ড হয়েছে। আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।’

ভুয়া প্রতিষ্ঠান দেখিয়ে চাল লুট

ছিনতাইয়ের জন্য রিকশাচালককে নিয়ে মহড়া

বগুড়ায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

২৭ বাংলাদেশিকে লিবিয়ায় নিয়ে মুক্তিপণ আদায়, চক্রের হোতা গ্রেপ্তার

রাজশাহীর পদ্মাতীরে ভেসে এল মৃত ডলফিন

নওগাঁয় ২৯ টন সরকারি চাল জব্দ

ছাত্র অধিকার পরিষদের ১৩ নেতা-কর্মীর ছাত্রসংসদে যোগদান

নারীঘটিত বিষয়, এলএসডির ভারপ্রাপ্ত কর্মকর্তা সাময়িক বরখাস্ত

মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদে বাবা খুনের ঘটনায় দুজন গ্রেপ্তার

করতোয়া নদীর পাশে মিলল মুখ পুড়িয়ে দেওয়া লাশ