হোম > সারা দেশ > রাজশাহী

সাইবার সিকিউরিটি অ্যাক্ট জনবান্ধব: পলক

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেছেন, নতুন সাইবার সিকিউরিটি অ্যাক্ট জনবান্ধব এবং জনকল্যাণমুখী। বিএনপি এই আইন না বুঝেই সমালোচনা করছে। আজ বৃহস্পতিবার দুপুরে রাজশাহীর বঙ্গবন্ধু শেখ মুজিব হাইটেক পার্কে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

জুনায়েদ আহমেদ পলক বলেন, ‘সাইবার সিকিউরিটি অ্যাক্ট না বুঝেই বিএনপি রাজনৈতিক উদ্দেশ্যেই সমালোচনা করছে। বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দলগুলো যারা আইনটি নিয়ে সমালোচনা করছে তারা বিষয়টি না জেনেই করছেন। সাইবার সিকিউরিটি আইনের প্রতিটি ধারাকে পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করার পর সেটি নিয়ে সমালোচনা করার জন্য অনুরোধ জানাচ্ছি।’ 

পলক বলেন, ‘সাইবার সিকিউরিটি আইনটি বিশ্বের উন্নত দেশগুলোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। বিভিন্ন দেশের আইন এবং বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করে এই আইনটি করা হয়েছে। সাধারণ মানুষের নিরাপত্তার বিষয়টি প্রাধান্য দেওয়া হয়েছে। এটি একটি যুগোপযোগী আইন এবং ভবিষ্যতের জন্য এটি কল্যাণকর।’ 

সাইবার সিকিউরিটি আইন নিয়ে উদ্বিগ্ন হওয়ার কারণ নেই জানিয়ে প্রতিমন্ত্রী পলক বলেন, এই আইন গণমাধ্যম বা সাধারণ মানুষের স্বাধীনতা খর্ব করবে না। বরং তাদের নিরাপত্তা নিশ্চিত করবে। 

প্রতিমন্ত্রী এ দিন বঙ্গবন্ধু হাইটেক পার্কের জয় সিলিকন টাওয়ারের লঞ্চ প্যাড উদ্বোধন করেন। এ ছাড়া ইন্টেলেকচুয়াল হিস্ট্রি অন স্টার্ট-আপ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মাঝে সনদ বিতরণ করেন তিনি। এ সময় আইসিটি ডিভিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কৃষক দলের আহ্বায়ক কমিটিতে আওয়ামী লীগের কর্মী

বগুড়ায় ৬ জনকে কুপিয়ে জখম, অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

থমথমে চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত, বিজিবি–বিএসএফের পতাকা বৈঠক

পাবিপ্রবির নতুন ট্রেজারার শামীম আহসান

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারত ও বাংলাদেশের গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ

রুয়েটের নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

বাঘায় বিএনপি নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ

চাঁদাবাজি-দখলদারি বন্ধ না হলে যুদ্ধ চলবে: ডা. শফিকুর রহমান

বগুড়ায় পুলিশ হেফাজত থেকে পালিয়ে যাওয়া আসামি নওগাঁয় গ্রেপ্তার

জামায়াতের সম্মেলন উদ্বোধন করতে গিয়ে অঝোরে কাঁদলেন শহীদ সাকিবের বাবা

সেকশন