Ajker Patrika
হোম > সারা দেশ > রাজশাহী

শিমখেত থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

লালপুর (নাটোর) প্রতিনিধি 

শিমখেত থেকে বৃদ্ধের লাশ উদ্ধার
লাশ উদ্ধারের পর স্বজনদের ভিড়। ছবি: আজকের পত্রিকা

নাটোরের লালপুরে করিম প্রামাণিক (৫৬) নামের মানসিক ভারসাম্যহীন এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার সকালে উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের টিটিয়া পূর্বপাড়া গ্রামের একটি শিমখেতে লাশটি পাওয়া যায়। করিম ওই গ্রামের মৃত চয়েন প্রামাণিকের ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, করিম প্রামাণিক গতকাল রোববার মাগরিবের নামাজের পর ইসলামি জলসা শোনার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। পরে ভোররাত পর্যন্ত বাসায় না ফিরলে পরিবারের লোকজন তাঁকে খুঁজতে বের হন। আজ সকাল সাড়ে ৬টার দিকে আলম নামের এক ব্যক্তি একই গ্রামের মৃত শফির উদ্দিনের ছেলে মানিকের শিমখেতে করিমের মরদেহটি পড়ে থাকতে দেখেন। পরিবারের লোকজনকে খবর দিলে তাঁরা মরদেহটি উদ্ধার করে নিয়ে যান।

করিম প্রামাণিকের বড় ভাই আব্দুর রহমান জানান, তাঁর ভাই মানসিক ভারসাম্যহীন ও মৃগীরোগে আক্রান্ত ছিলেন। এর আগে কয়েকবার তিনি মৃগীরোগে আক্রান্ত হয়ে রাস্তায় পড়ে ছিলেন। স্থানীয় বাসিন্দাদের সহায়তায় তাঁকে উদ্ধার করে বাড়িতে আনা হয়। কিন্তু গতকাল রাতে বাড়িতে না ফেরায় তাঁকে ভোররাত থেকে খোঁজাখুঁজি করা হয়। সকালে স্থানীয় বাসিন্দাদের মাধ্যমে জানতে পারেন একটি শিমখেতে তিনি মৃত অবস্থায় পড়ে আছেন। সেখান থেকে লাশটি বাড়িতে নিয়ে আসা হয়।

লালপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. মোমিনুজ্জামান জানান, এ ব্যাপারে লালপুর থানায় একটি অপঘাতজনিত মৃত্যুর (ইউডি) মামলা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ভুয়া প্রতিষ্ঠান দেখিয়ে চাল লুট

ছিনতাইয়ের জন্য রিকশাচালককে নিয়ে মহড়া

বগুড়ায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

২৭ বাংলাদেশিকে লিবিয়ায় নিয়ে মুক্তিপণ আদায়, চক্রের হোতা গ্রেপ্তার

রাজশাহীর পদ্মাতীরে ভেসে এল মৃত ডলফিন

নওগাঁয় ২৯ টন সরকারি চাল জব্দ

ছাত্র অধিকার পরিষদের ১৩ নেতা-কর্মীর ছাত্রসংসদে যোগদান

নারীঘটিত বিষয়, এলএসডির ভারপ্রাপ্ত কর্মকর্তা সাময়িক বরখাস্ত

মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদে বাবা খুনের ঘটনায় দুজন গ্রেপ্তার

করতোয়া নদীর পাশে মিলল মুখ পুড়িয়ে দেওয়া লাশ