হোম > সারা দেশ > রাজশাহী

নওগাঁয় বাড়ি থেকে নারীর গলাকাটা মরদেহ উদ্ধার

নওগাঁ প্রতিনিধি

নওগাঁর মহাদেবপুরে বাড়ি থেকে এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ওই নারী নিজেই বঁটি দিয়ে গলা কেটেছেন বলে প্রাথমিক ধারণা পুলিশের। তিনি ছোট থেকেই খানিকটা মানসিক ভারসাম্যহীন বলে দাবি পরিবার ও স্থানীয়দের।

নিহত ওই নারীর নাম নার্গিস বেগম (৪৫)। তিনি উপজেলার ঘোষপাড়া এলাকার বাসিন্দা আনোয়ার হোসেন (৪৭)। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা সদরের মডেল স্কুল মোড় এলাকায় একটি বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পরিবার, পুলিশ ও স্থানীয়রা বলছে, নার্গিস বেগম ছোট থেকেই কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলেন। দুই বছর আগে আনোয়ার হোসেনের সঙ্গে পারিবারিকভাবে তাঁর বিয়ে হয়। এক মাস আগে ক্যানসারে আক্রান্ত হয়ে তাঁর স্বামী আনোয়ার হোসেন মারা যান। স্বামীর মৃত্যুর পর তিনি মায়ের সঙ্গে মডেল স্কুল মোড় এলাকায় বাসায় থাকতেন। স্বামীর মৃত্যুর পর তিনি দুবার আত্মহত্যার চেষ্টা করেছেন।

আজ ভোরে তার মা মেরিনা আক্তার নামাজ শেষে নার্গিসের গলার আওয়াজ শুনে বাথরুমে যান। সেখানে গিয়ে মেয়েকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। এ সময় তাঁর চিৎকারে প্রতিবেশীরা ছুটে গিয়ে নার্গিসকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে সকালে পুলিশ মরদেহ উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করে মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন আজকের পত্রিকাকে বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাথরুমে ঢুকে নার্গিস নিজেই বঁটি দিয়ে নিজের গলা কেটে আত্মহত্যা করেছেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।’

তিনি আরও বলেন, ‘প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা হলেও ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। তদন্তে হত্যাকাণ্ড হিসেবে তথ্য-প্রমাণ পাওয়া গেলে দায়ী ব্যক্তিকে চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।’

প্যারোলে মুক্তি পেয়ে বাবার শেষকৃত্যে অংশ নিলেন আওয়ামী লীগ নেতা প্রদ্যুৎ কুমার

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল

আন্দোলনের মুখে রাবিতে আওয়ামীপন্থী ছয় ডিনের পদত্যাগ

নিরাপত্তা শঙ্কায় রাবি শিক্ষকের ক্লাস-পরীক্ষা বর্জন

ওসমান হাদি ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন: তারেক রহমান

রাবির ৬ ডিনের পদত্যাগ দাবি: ভিসি, প্রো-ভিসির দপ্তরে তালার পর সভা, সিদ্ধান্ত রাতে

শিশু সাজিদের পরিবারকে অনুদান দিল জামায়াত

বগুড়ায় ট্রাকচাপায় কলেজছাত্র নিহত

দুই ধান ব্যবসায়ীর ১০ লাখ টাকা ও কৃষকের তিনটি গরু চুরি