হোম > সারা দেশ > রাজশাহী

বগুড়ায় খাদ্যবান্ধব কর্মসূচির ২ হাজার কেজি চাল জব্দ

বগুড়া প্রতিনিধি

বগুড়ায় একটি মুদিদোকান থেকে দুই হাজার কেজি খাদ্যবান্ধব কর্মসূচির চাল জব্দ করা হয়েছে। আজ বুধবার সন্ধ্যা ৭টার দিকে সদর উপজেলার বাঘোপাড়া বন্দরে সহকারী কমিশনার (ভূমি) রায়হানুল ইসলামের নেতৃত্ব অভিযান চালিয়ে চাল জব্দ করা হয়। অভিযানের সময় মুদিদোকানি ফটু মিয়াকে (৫০) আটক করা হয়েছে।

বগুড়া সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রায়হানুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বাঘোপাড়ায় ফটু মিয়ার মুদিদোকানে অভিযান চালানো হয়।

এ সময় সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ১৫ টাকা কেজি দরে বিক্রির ৩৯ বস্তা চাল উদ্ধার করা হয়। বস্তাগুলোয় সব মিলিয়ে প্রায় দুই হাজার কেজি চাল ছিল। আটক মুদিদোকানি ফটু মিয়াসহ স্থানীয় আরও তিন যুবক ইমরান, সিরাজুল ও নূর আলমের এ ঘটনায় সম্পৃক্ততা পাওয়া গেছে।

তাঁরা কর্মসূচির উপকারভোগী সাধারণ মানুষের কাছ থেকে স্বল্প দামে চাল কিনে অধিক দামে বাজারে বিক্রি করতেন। অভিযুক্ত বাকি তিনজন অভিযানের খবর পেয়ে পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি।

রায়হানুল ইসলাম আরও বলেন, অভিযানে অংশ নেওয়া খাদ্য পরিদর্শক রাশেদুল ইসলাম বাদী হয়ে সদর থানায় অভিযুক্ত চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করবেন। জব্দ করা চাল খাদ্যগুদামে রাখা হয়েছে।

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল

আন্দোলনের মুখে রাবিতে আওয়ামীপন্থী ছয় ডিনের পদত্যাগ

নিরাপত্তা শঙ্কায় রাবি শিক্ষকের ক্লাস-পরীক্ষা বর্জন

ওসমান হাদি ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন: তারেক রহমান

রাবির ৬ ডিনের পদত্যাগ দাবি: ভিসি, প্রো-ভিসির দপ্তরে তালার পর সভা, সিদ্ধান্ত রাতে

শিশু সাজিদের পরিবারকে অনুদান দিল জামায়াত

বগুড়ায় ট্রাকচাপায় কলেজছাত্র নিহত

দুই ধান ব্যবসায়ীর ১০ লাখ টাকা ও কৃষকের তিনটি গরু চুরি

রাবিতে ৬ ডিনের চেম্বারে তালা, দায়িত্ব ছাড়তে রাজি হয়েছেন বলে জানালেন জিএস আম্মার