সিরাজগঞ্জের রায়গঞ্জের চান্দাইকোনা হাজী ওয়াহেদ-মরিয়ম অনার্স কলেজে বিনা মূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা করা হয়েছে।' স্বেচ্ছাসেবা সংগঠন' নামের একটি সংগঠনের পক্ষ থেকে বিনা মূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা করা হয়।
আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে প্রায় শতাধিক শিক্ষক-শিক্ষার্থীর রক্তের গ্রুপ পরীক্ষা করা হয়।
সংগঠনের সভাপতি মো. ইয়াছিন আরাফাতের সভাপতিত্বে সাধারণ সম্পাদক বায়োজিদ বোস্তামী সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. শহিদুল ইসলাম খন্দকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বাবু অরুণ কুমার ভৌমিক, আনোয়ারুল ইসলাম, রঞ্জন বিশ্বাস, শফিকুল ইসলাম প্রমুখ।