হোম > সারা দেশ > রাজশাহী

নিয়ামতপুরে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলার প্রতিবাদে সভা

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি 

সারা দেশে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নির্যাতন, বসতবাড়ি ও মন্দির-গির্জায় অগ্নিসংযোগ এবং হামলার ঘটনায় বিচারের দাবিতে নওগাঁর নিয়ামতপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার দুপুরে উপজেলা সদরে ছাত্র, যুব, নারী ও সংখ্যালঘু সাধারণ জনগণের ব্যানারে এই কর্মসূচির আয়োজন করা হয়। 

নিয়ামতপুর সরকারি বহুমুখী মডেল উচ্চবিদ্যালয়ের মাঠ থেকে মিছিল বের হয়ে উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদের সামনে গিয়ে প্রতিবাদ সভা করে মিছিলটি। 

জাতীয় আদিবাসী পরিষদ উপজেলা শাখার সহসভাপতি স্বপন পাহানের সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন উপজেলা শাখার সাধারণ সম্পাদক অজিত কুমার মুন্ডা। এ সময় বক্তব্য দেন উজ্জ্বল মাহাতো, আইচন পাহান, মধু সরদার, কালীপদ বর্মণ, সুরেশ চন্দ্র বর্মণ প্রমুখ।

বক্তারা প্রতিবাদ সভায় বলেন, ‘এই দেশ আপনার, আমার, সবার। আমরাও রাষ্ট্রের সব ধরনের সুযোগ-সুবিধা ভোগ করতে চাই।’ সরকার পরিবর্তন হলেই তাঁদের ওপর যে হামলা, ভাঙচুর, পুকুরের মাছ লুটের ঘটনা, মন্দিরে আগুন ও ভাঙচুরের ঘটনা ঘটে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান বক্তারা। 
 
সরকার ও রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে বক্তারা বলেন, ক্ষুদ্র নৃগোষ্ঠীকে আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে, সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীদের জন্য স্বাধীন ভূমি কমিশন ও পৃথক মন্ত্রণালয় গঠন করতে হবে, সারা দেশে ক্ষুদ্র নৃগোষ্ঠী ও ধর্মীয় সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ওপর অত্যাচার, নির্যাতন, বসতবাড়িতে অগ্নিসংযোগ, মন্দির ও গির্জায় হামলা, ভাঙচুর, ভূমি দখল, ধর্ষণ ও হত্যা বন্ধ করতে হবে, সব ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারসহ নিরাপত্তা নিশ্চিত করতে হবে। 

প্রতিবাদ সভা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমতিয়াজ মোরশেদের কাছে স্মারকলিপি হস্তান্তর করেন ক্ষুদ্র নৃগোষ্ঠীর কয়েকজন নেতা।

কৃষক দলের আহ্বায়ক কমিটিতে আওয়ামী লীগের কর্মী

বগুড়ায় ৬ জনকে কুপিয়ে জখম, অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

থমথমে চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত, বিজিবি–বিএসএফের পতাকা বৈঠক

পাবিপ্রবির নতুন ট্রেজারার শামীম আহসান

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারত ও বাংলাদেশের গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ

রুয়েটের নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

বাঘায় বিএনপি নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ

চাঁদাবাজি-দখলদারি বন্ধ না হলে যুদ্ধ চলবে: ডা. শফিকুর রহমান

বগুড়ায় পুলিশ হেফাজত থেকে পালিয়ে যাওয়া আসামি নওগাঁয় গ্রেপ্তার

জামায়াতের সম্মেলন উদ্বোধন করতে গিয়ে অঝোরে কাঁদলেন শহীদ সাকিবের বাবা

সেকশন