হোম > সারা দেশ > রাজশাহী

নওগাঁয় মা-ছেলেকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

নওগাঁ প্রতিনিধি

নওগাঁয় মা ও ছেলেকে হত্যার দায়ে সুমন সরকার (৫০) নামের এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ছয় মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে নওগাঁর অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো. মোখলেছুর রহমান এ রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সুমন সরকার নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের তুলারামপুর এলাকার বাসিন্দা। রায়ের সময় আসামি সুমন সরকার আদালতে উপস্থিত ছিলেন।

আদালতে রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন অতিরিক্ত সরকারি কৌঁসুলি সামসুর রহমান। আসামিপক্ষের আইনজীবী ছিলেন শুভ্র সাহা।

আদালত ও মামলার বিবরণ সূত্রে জানা গেছে, ২০১২ সালের ১৭ ডিসেম্বর বিকেলের দিকে নওগাঁ শহরের উকিলপাড়ায় ব্যাংক কর্মকর্তা জয়ন্ত কুমার সরকারের স্ত্রী নিতা সরকার (৩৩) ও ছেলে জয়তু সরকার (৬) ভাড়া বাসায় খুন হন। এ ঘটনায় জয়ন্ত কুমার নওগাঁ সদর থানায় হত্যা মামলা করেন। মামলার পর সন্দেহভাজন আসামি হিসেবে সুমন সরকারকে কুমিল্লা থেকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তিনি এই হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দেন।

ব্যাংক কর্মকর্তা জয়ন্ত সরকারের কাছে অর্থ দাবি করে না পেয়ে তাঁর স্ত্রী ও সন্তানকে হত্যা করে সুমন সরকার। নওগাঁয় হত্যাকাণ্ডের পর সুমন কুমিল্লায় আশ্রয় নেন। এরপর ২০১৩ সালের ১৫ জুন সুমন সরকারকে একমাত্র আসামি করে তদন্ত কর্মকর্তা আদালতে অভিযোগপত্র জমা দেন।

সরকারি কৌঁসুলি সামসুর রহমান বলেন, অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ হওয়ায় বিজ্ঞ আদালত আসামি সুমন সরকারকে মৃত্যুদণ্ড কার্যকর করার আদেশ দেন।

অন্যদিকে মৃত্যুদণ্ডের এ রায়ের বিরুদ্ধে আপিল করবেন বলে জানিয়েছেন আসামিপক্ষের আইনজীবী শুভ্র সাহা।

কৃষক দলের আহ্বায়ক কমিটিতে আওয়ামী লীগের কর্মী

বগুড়ায় ৬ জনকে কুপিয়ে জখম, অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

থমথমে চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত, বিজিবি–বিএসএফের পতাকা বৈঠক

পাবিপ্রবির নতুন ট্রেজারার শামীম আহসান

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারত ও বাংলাদেশের গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ

রুয়েটের নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

বাঘায় বিএনপি নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ

চাঁদাবাজি-দখলদারি বন্ধ না হলে যুদ্ধ চলবে: ডা. শফিকুর রহমান

বগুড়ায় পুলিশ হেফাজত থেকে পালিয়ে যাওয়া আসামি নওগাঁয় গ্রেপ্তার

জামায়াতের সম্মেলন উদ্বোধন করতে গিয়ে অঝোরে কাঁদলেন শহীদ সাকিবের বাবা

সেকশন