হোম > সারা দেশ > রাজশাহী

বগুড়ায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে বহনকারী প্রিজন ভ্যানে হামলা

বগুড়া প্রতিনিধি

ছাত্রলীগ নেতা তৌহিদুর রহমান তৌহিদকে বহনকারী প্রিজন ভ্যানে হামলা চালানো হয়। ছবি: আজকের পত্রিকা

বগুড়ায় পুলিশের হাতে গ্রেপ্তার নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা তৌহিদুর রহমান তৌহিদকে বহনকারী প্রিজন ভ্যানে হামলা চালানো হয়েছে। পরে সেনাবাহিনীর হস্তক্ষেপে ছাত্রলীগ নেতা তৌহিদকে কারাগারে নিয়ে যাওয়া হয়।

আজ শনিবার রাত সাড়ে ৮টার দিকে বগুড়ার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বরে এ ঘটনা ঘটে।

তৌহিদুর রহমান তৌহিদ সদ্য নিষিদ্ধ হওয়া ছাত্রলীগ বগুড়া জেলা কমিটির সহ সভাপতি। গতকাল শুক্রবার সন্ধ্যায় শিবগঞ্জ থানা-পুলিশ তৌহিদকে গ্রেপ্তার করে।

গত ২৫ আগস্ট শিবগঞ্জ থানায় করা একটি হত্যা মামলার এজাহারভুক্ত আসামি তৌহিদকে শনিবার দুপুরের পর তাঁকে আদালতে হাজির করা হয়।

বগুড়ার কোর্ট পুলিশ পরিদর্শক মোসাদ্দেক হোসেন জানান, তৌহিদকে আদালতে হাজির করা হলে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আফসান ইলাহী কারাগারে পাঠানোর আদেশ দেন।

ছাত্রলীগ নেতা তৌহিদকে আদালতে হাজির করার খবরে ঘটনাস্থলে ছাত্র শিবির ও ছাত্রদলের নেতাকর্মীরা ভিড় করেন। ছবি: আজকের পত্রিকা

এদিকে তৌহিদকে আদালতে হাজির করার খবর পেয়ে বিকেল থেকেই ছাত্র শিবির ও ছাত্রদলের নেতাকর্মীরা আদালত চত্বরে ভিড় জমাতে শুরু করে। তারা আদালত চত্বরে বিক্ষোভ শুরু করে। নিরাপত্তার কারণে তৌহিদকে আদালতের হাজত খানায় রাখা হয়। সন্ধ্যার পর ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের উপস্থিতি বেড়ে যায়।

রাত ৮টার দিকে জামায়াত ইসলামীর শ্রমিক সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা শাখার সহসভাপতি এরশাদুল বারী এরশাদ আদালত চত্বরে আসেন। তিনি পুলিশের সঙ্গে কথা বলে ছাত্র শিবিরের নেতাকর্মীদের আদালত চত্বর থেকে চলে যেতে বলেন। রাত সাড়ে ৮টার দিকে কড়া পুলিশি প্রহরায় তৌহিদকে প্রিজন ভ্যানে ওঠানোর সময় প্রিজন ভ্যানে হামলা চালানো হয়। এ সময় সেনাসদস্যরা হস্তক্ষেপ করে তাদের সরিয়ে দিয়ে প্রিজন ভ্যান কারাগারে যেতে সহযোগিতা করেন।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মঈনুদ্দিন বলেন, গ্রেপ্তার তৌহিদের অতীত কর্মকাণ্ডে ছাত্রদল এবং ছাত্র শিবিরের নেতাকর্মীরা বিক্ষুব্ধ ছিল। যার কারণে তারা আদালত চত্বরে আসে। তবে তাদের বিক্ষোভের মুখে পুলিশ সেনাবাহিনীর সহযোগিতা আসামি তৌহিদকে কারাগারে পৌঁছে দেওয়া হয়েছে।

কাজ করার পরেও ডিস্টার্ব করতে আসলে ১, ২, ৩, ৪ করে দেব: জিএস আম্মার

‘ছাত্রদল আপনার মতো আম্মারকে ৩০ মিনিটে বের করে দিতে সক্ষম’, ভিডিও ভাইরাল

প্যারোলে মুক্তি পেয়ে বাবার শেষকৃত্যে অংশ নিলেন আওয়ামী লীগ নেতা প্রদ্যুৎ কুমার

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল

আন্দোলনের মুখে রাবিতে আওয়ামীপন্থী ছয় ডিনের পদত্যাগ

নিরাপত্তা শঙ্কায় রাবি শিক্ষকের ক্লাস-পরীক্ষা বর্জন

ওসমান হাদি ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন: তারেক রহমান

রাবির ৬ ডিনের পদত্যাগ দাবি: ভিসি, প্রো-ভিসির দপ্তরে তালার পর সভা, সিদ্ধান্ত রাতে

শিশু সাজিদের পরিবারকে অনুদান দিল জামায়াত