হোম > সারা দেশ > রাজশাহী

স্বতন্ত্র প্রার্থী হওয়ায় বিএনপি থেকে বহিষ্কার, মনোনয়নপত্রও বাতিল

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা বিএনপির সদস্য আফজাল হোসেন নয়ন। স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপি থেকে তাঁকে বহিষ্কার করা হয়।

এরপর গত রোববার ৩ ডিসেম্বর যাচাই-বাছাই শেষে তাঁর সেই দাখিলকৃত মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছেন জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক সাইফুল ইসলাম। ফলে উভয়সংকটে পড়েছেন আফজাল হোসেন নয়ন। যদিও তিনি বলছেন, নির্বাচন করার জন্য আপিল করবেন।

জানা গেছে, বগুড়া-৩ আসনের প্রার্থী হিসেবে স্বতন্ত্র থেকে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন উপজেলা বিএনপির সদস্য আফজাল হোসেন। ফলে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেওয়ায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গত বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বগুড়া জেলা বিএনপির দপ্তর সম্পাদক অ্যাডভোকেট কে এম হুমায়ূন কবিরের স্বাক্ষরিত দলীয় প্যাডে তাঁকে বহিষ্কার করা হয়। একই সঙ্গে দুপচাঁচিয়া পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক তৌফিক আলমকে বহিষ্কার করা হয়েছে। এরপর তাঁর দাখিলকৃত মনোনয়নও বাতিল হয়ে যায়। এতে উভয় কূল হারিয়েছেন তিনি বলে মন্তব্য করেছেন অনেকে।

এ বিষয়ে আফজাল হোসেন নয়ন আজকের পত্রিকাকে বলেন, ‘আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়ানোয় আমাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। মনোনয়নপত্র বাতিলের বিষয়ে আমি আপিল করব।’

চোর সন্দেহে নির্যাতন: মবের ভুক্তভোগীকে জেল, হাসপাতালে মৃত্যু

কাজ করার পরেও ডিস্টার্ব করতে আসলে ১, ২, ৩, ৪ করে দেব: জিএস আম্মার

‘ছাত্রদল আপনার মতো আম্মারকে ৩০ মিনিটে বের করে দিতে সক্ষম’, ভিডিও ভাইরাল

প্যারোলে মুক্তি পেয়ে বাবার শেষকৃত্যে অংশ নিলেন আওয়ামী লীগ নেতা প্রদ্যুৎ কুমার

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল

আন্দোলনের মুখে রাবিতে আওয়ামীপন্থী ছয় ডিনের পদত্যাগ

নিরাপত্তা শঙ্কায় রাবি শিক্ষকের ক্লাস-পরীক্ষা বর্জন

ওসমান হাদি ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন: তারেক রহমান

রাবির ৬ ডিনের পদত্যাগ দাবি: ভিসি, প্রো-ভিসির দপ্তরে তালার পর সভা, সিদ্ধান্ত রাতে