Ajker Patrika
হোম > সারা দেশ > রাজশাহী

চাঁপাইনবাবগঞ্জে শিশু ও তরুণের মরদেহ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে শিশু ও তরুণের মরদেহ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জে এক শিশুসহ দুজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকালে সদর ও ভোলাহাট উপজেলা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন।

সদর উপজেলার মহানন্দা নদীর রাবার ড্যামের পাশ থেকে মোবাশ্বির ওরফে রাব্বিল (২) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করে সদর মডেল থানা-পুলিশ। রাব্বিল শিবগঞ্জ উপজেলার ধাইনগর ইউনিয়নের বলিহারপুর গ্রামের মোজাফফর আলীর ছেলে।

অন্যদিকে ভোলাহাটে মো. আব্দুল্লাহ (২০) নামে আরেক তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ওই তরুণ উপজেলার কাশ্মীরপাড়ার মো. হাসান আলীর ছেলে।

এ বিষয়ে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদি হাসান জানান, সকালে মহানন্দা নদীর রাবার ড্যামের পাশে পানিতে শিশু মোবাশ্বির ওরফে রাব্বিলের মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। 

ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার আজকের পত্রিকাকে জানান, খালার বাড়ি কাশিয়াবোনায় থাকতেন তরুণ আব্দুল্লাহ। গতকাল রাতে হঠাৎ বাড়ি থেকে বেরিয়ে আর ফিরে আসেননি। সকালে একই এলাকার একটি আমবাগান থেকে তাঁর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

জেল সুপারের মানবিকতায় কারাগার থেকে নিজ দেশে ফিরলেন নেপালি যুবক

ফের মহাসড়কে রাবি শিক্ষার্থীরা, ধর্ষণের বিচার ৩০ দিনে শেষ করার দাবি

চাঁপাইনবাবগঞ্জে দুই ট্রাকের সংঘর্ষে চালক নিহত

মহাসড়কে ইট ছুড়ে মাইক্রোবাস থামিয়ে ডাকাতি

কাজ নেই, মজুরি ষোলো আনা

জমিতে লবণ প্রয়োগ ফলন বিপর্যয়ের শঙ্কা

রাজশাহী পাসপোর্ট অফিসের সেই ডিডি রোজীর বদলি

পদ্মা নদীতে গোসলে নেমে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

মাইক্রোর ধাক্কায় ছিটকে পড়া স্বামী-স্ত্রী বাসচাপায় নিহত

সব সেবা বন্ধের হুঁশিয়ারি রামেকের চিকিৎসকদের