Ajker Patrika
হোম > সারা দেশ > রাজশাহী

কেনাকাটায় ৭ কোটি টাকার অনিয়ম: রাজশাহী রেলভবনে দুদকের অভিযান

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

কেনাকাটায় ৭ কোটি টাকার অনিয়ম: রাজশাহী রেলভবনে দুদকের অভিযান

পশ্চিমাঞ্চল রেলওয়ের হাসপাতালগুলোতে কেনাকাটা খাতে ৭ কোটি ২০ লাখ টাকার অনিয়মের অভিযোগ খতিয়ে দেখতে রেলভবনে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক (দুদক)। আজ রোববার দুপুরে এ অভিযান চালানো হয়। এ সময় বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি নিয়ে গেছেন দুদকের কর্মকর্তারা। অনুসন্ধানের প্রয়োজনে কিছু নথি তলব করেছে দুদক।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পশ্চিমাঞ্চল রেলওয়ের হাসপাতালগুলোতে ২০১৭-১৮ অর্থবছরে বিভিন্ন খরচের ওপর নিরীক্ষা চালায় মন্ত্রণালয়ের একটি উচ্চপর্যায়ের দল। ২০১৯ সালের মার্চ ও এপ্রিলে এই নিরীক্ষা সম্পন্ন হয়। এতে ধরা পড়ে, বিভিন্ন খাতে খরচের ক্ষেত্রে সরকারি নিয়মনীতি মানা হয়নি। এই নিরীক্ষায় খরচে ৭ কোটি ২০ লাখ টাকা অনিয়মের অভিযোগ রয়েছে। 

সেই অনিয়ম খতিয়ে দেখতে আজ দুপুরে রাজশাহী মহানগরীর শিরোইল এলাকায় অবস্থিত রেলওয়ে হাসপাতালে অভিযান পরিচালনা করে দুদকের একটি। অভিযানে নেতৃত্ব দেন দুদকের রাজশাহী জেলা সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক আমির হোসাইন। টিমের অন্য সদস্যরা হলেন উপসহকারী পরিচালক সাজ্জাদ হোসেন ও সহকারী পরিদর্শক মাজবুবুর রহমান।

এ সময় তাঁরা বিভাগীয় চিকিৎসা কর্মকর্তা এস এম মারুফুল ইসলামের সঙ্গে অনিয়মের বিষয়ে কথা বলেন। পরে হাসপাতালের কেনাকাটা ও খরচ-সংক্রান্ত বেশ কিছু রেকর্ড সংগ্রহ করেন। পরে রেলভবনে পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদারের দপ্তরেও যায় দুদক প্রতিনিধিদল। সেখানে নিজ দপ্তরেই মহাব্যবস্থাপকের কাছেও অভিযোগের বিষয়ে জানতে চাওয়া হয়। তাঁর কাছ থেকে এ-সংক্রান্ত নথিপত্র তলব করা হয়।

এ বিষয়ে পশ্চিমাঞ্চল রেলওয়ে হাসপাতালের বিভাগীয় চিকিৎসা কর্মকর্তা এস এম মারুফুল ইসলাম বলেন, ‘দুদকের একটি দল হাসপাতালে এসেছিল। তারা আমাদের কাছে নানা অনিয়মের তথ্য জানতে চেয়েছিল। বেশ কিছু নথিও নিয়ে গেছে। আরও রেকর্ডপত্র চেয়েছে। কয়েক দিনের মধ্যে তা সরবরাহ করা হবে।’ 

দুদকের ঝটিকা অভিযানের কথা স্বীকার করে পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার বলেন, ‘পুরোনো কিছু কেনাকাটা ও খরচের বিষয়ে তারা জানতে চেয়েছে। আমরা সর্বাত্মক সহযোগিতা করেছি। লোক ডেকে সমস্ত তথ্য দিয়েছি।’

পাবনায় বালু লুটের অপরাধে ৩ জনের কারাদণ্ড

চাকরি স্থায়ীকরণের দাবিতে মাস্টার রোল কর্মচারীদের বিক্ষোভ, রাবি উপাচার্য অবরুদ্ধ

ডোবার পানিতে ডুবে প্রাণ গেল দুই বোনের

স্নাতকের ফল প্রকাশের আগেই রাবিতে প্রথম শ্রেণির চাকরি, তদন্ত কমিটি

দুর্গম চরাঞ্চলে মিলল যুবলীগ নেতার অর্ধগলিত মরদেহ

শেরপুরে সড়কে ডাকাতির প্রস্তুতি, যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তার ১০

আওয়ামী লীগ নেতা ‘ব্যাটারি বাবু’ ভবনে ঢুকে হাওয়া!

শেরপুরে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

লালপুরে ইউপি সদস্যকে দুর্বৃত্তদের গুলি, অল্পের জন্য রক্ষা

রাবির ছাত্রী হলে আসন বণ্টনসহ নানা অনিয়ম নিরসনের দাবিতে অবস্থান, বিক্ষোভ