হোম > সারা দেশ > বগুড়া

আদমদীঘিতে জমি নিয়ে বিরোধের জেরে গৃহবধূকে মারধর

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার আদমদীঘিতে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন ফজিলা বেগম (৩২) নামের এক গৃহবধূকে মারধর করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার কাশিমালকুড়ি এলাকায় এই ঘটনা ঘটে। ফজিলা বেগম উপজেলার কাশিমালকুড়ি গ্রামের শাহজাহান আলীর স্ত্রী। 

গৃহবধূ ফজিলা বেগম বলেন, মোতাহার হোসেন মণ্ডল ও পলাশের সঙ্গে বেশ কিছুদিন ধরে জমি নিয়ে তাদের বিরোধ চলছে। এরই জেরে গতকাল বৃহস্পতিবার বিকেলে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ শুরু হয়। তখন ফজিলাকে টানাহেঁচড়া করে অর্ধ বিবস্ত্র করে মোতাহার হোসেন মণ্ডল ও পলাশ বেধড়ক মারধর করেন। এ সময় তাঁর স্বামী ও ছেলে এগিয়ে গেলে তাঁদেরও মারধর করা হয়। পরে তাঁর চিৎকারে আশপাশের লোকজন সেখানে গেলে প্রতিপক্ষের লোকজন পালিয়ে যায়। পরে ফজিলাকে আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এদিকে রাত ২টার দিকে বড় তিনটি খড়ের গাদায় আগুন দেওয়া হয়। এ বিষয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য নাজিম উদ্দিন বলেন, খবর পেয়ে তিনি সেখানে গিয়েছিলেন। গৃহবধূকে মারধরের সত্যতা নিশ্চিত করে তিনি বলেন, তবে খড়ের গাদায় আগুন দেওয়ার বিষয়ে দুই পক্ষ পরস্পরকে দোষারোপ করছেন।

মারধর ও আগুন লাগার বিষয়ে জানতে চাইলে আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা আজকের পত্রিকাকে বলেন, ‘এ ব্যাপারে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল

আন্দোলনের মুখে রাবিতে আওয়ামীপন্থী ছয় ডিনের পদত্যাগ

নিরাপত্তা শঙ্কায় রাবি শিক্ষকের ক্লাস-পরীক্ষা বর্জন

ওসমান হাদি ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন: তারেক রহমান

রাবির ৬ ডিনের পদত্যাগ দাবি: ভিসি, প্রো-ভিসির দপ্তরে তালার পর সভা, সিদ্ধান্ত রাতে

শিশু সাজিদের পরিবারকে অনুদান দিল জামায়াত

বগুড়ায় ট্রাকচাপায় কলেজছাত্র নিহত

দুই ধান ব্যবসায়ীর ১০ লাখ টাকা ও কৃষকের তিনটি গরু চুরি

রাবিতে ৬ ডিনের চেম্বারে তালা, দায়িত্ব ছাড়তে রাজি হয়েছেন বলে জানালেন জিএস আম্মার