হোম > সারা দেশ > নাটোর

বাগাতিপাড়ায় সিএইচসিপিদের তিন মাস বেতন বন্ধ, মানবেতর জীবনযাপন

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি

কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডারদের (সিএইচসিপি) গত তিন মাস ধরে বেতন বন্ধ রয়েছে। এতে পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছেন নাটোরের বাগাতিপাড়ার ১৭ জন সিএইচসিপি। কবে নাগাদ বেতন পাবেন সেটিও অনিশ্চিত। 

কমিউনিটি ক্লিনিকে কর্মরত সিএইচসিপিরা জানান, প্রতি মাসের ২ থেকে ৩ তারিখের মধ্যে একটি প্রকল্পের মাধ্যমে তাঁরা বেতন পেয়ে থাকেন। কিন্তু গত জুলাই, আগস্ট ও সেপ্টেম্বরের বেতন তাঁরা এখনো পাননি। উপজেলায় ১৭টি কমিউনিটি ক্লিনিকে ১৭ জন সিএইচসিপি রয়েছেন। তাঁরা প্রায় সবাই এই বেতনের ওপর নির্ভরশীল। দ্রব্যমূল্যের এই ঊর্ধ্বগতির বাজারে বেতন না পেয়ে সংসার চালাতে হিমশিম খাচ্ছেন তাঁরা। কারও-কারও পরিবারে অনেক সময় তিন বেলা খাবারও জুটছে না। 

নূরপুর মালঞ্চি কমিউনিটি ক্লিনিকে কর্মরত আক্তারুজ্জামান জানান, বৃদ্ধ বাবা ও ছেলে-মেয়ে দিয়ে মোট ছয়জনের সংসার তাঁর। উপার্জনক্ষম ব্যক্তি তিনি একাই। কমিউনিটি ক্লিনিকে সকাল থেকে বিকেল পর্যন্ত অফিস করায় অন্য কাজ করতে পারেন না। নিজের জমি-জমাও নাই। চাকরির সামান্য বেতনেই তাঁর সংসার চলে। তাও গত তিন মাস ধরে বন্ধ। পরিবার নিয়ে খুব কষ্টে খেয়ে না খেয়ে দিন পার করছেন তিনি। 

বাঁশবাড়িয়া কমিউনিটি ক্লিনিকের আরেক সিএইচসিপি রফিকুল ইসলাম বলেন, ‘বাড়ির ভিটা ছাড়া আর কিছুই নাই। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই বাজারে সামান্য ওই বেতন দিয়ে টেনেটুনে কোনো রকমে সংসার চালাই। তারপর আবার গত তিন মাস থেকে তাও বন্ধ। দোকানদাররা বাকিতে জিনিস দিতে চাচ্ছেন না। কি যে বিপদে রয়েছি, কাউকে বলে বোঝাতে পারব না।’ 

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুর রাজ্জাক বলেন, ‘একটি প্রকল্পের মাধ্যমে সিএইচসিপিদের বেতন দেওয়া হয়। সারা দেশেই তাঁদের বেতন বন্ধ রয়েছে। অর্থ ছাড় হয়ে এলেই তাঁরা বেতন পাবেন।’

রাবি অফিসার সমিতি নির্বাচন: বিএনপিপন্থীদের নিরঙ্কুশ জয়, জামায়াতপন্থীদের ভরাডুবি

বিএনপিতে বিরোধ: রাজশাহীর ৪টি আসনে কোন্দল প্রকাশ্যে

তিনটি গরুর সঙ্গে মোটরসাইকেলের তেলও নিয়ে গেছে চোরেরা

তারেক রহমানের প্রত্যাবর্তন: বিএনপির নেতা-কর্মীদের বহনে পশ্চিমে চার জোড়া বিশেষ ট্রেন

চোর সন্দেহে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন: মবের ভুক্তভোগীকে জেল, হাসপাতালে মৃত্যু

কাজ করার পরেও ডিস্টার্ব করতে আসলে ১, ২, ৩, ৪ করে দেব: জিএস আম্মার

‘ছাত্রদল আপনার মতো আম্মারকে ৩০ মিনিটে বের করে দিতে সক্ষম’, ভিডিও ভাইরাল

প্যারোলে মুক্তি পেয়ে বাবার শেষকৃত্যে অংশ নিলেন আওয়ামী লীগ নেতা প্রদ্যুৎ কুমার

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল