হোম > সারা দেশ > রাজশাহী

রাজশাহীতে পুলিশের কাছে সমাবেশের অনুমতি চেয়েছে জামায়াত

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশের অনুমতি চেয়ে পুলিশের কাছে আবেদন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ মঙ্গলবার সকালে রাজশাহী মহানগর জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট আবু মোহাম্মদ সেলিমের নেতৃত্বে একটি দল নগর পুলিশে এ আবেদন করেন।

নগর পুলিশের সদর দপ্তর থেকে বেরিয়ে আবু মোহাম্মদ সেলিম বলেন, ‘বিক্ষোভ মিছিল ও সমাবেশের জন্য আমরা অনুমতি চেয়ে আবেদন করেছি। কিন্তু আমাদের পুলিশ কমিশনারের সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি। মেইন গেট থেকেই আমাদের আবেদন রিসিভ করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘জামায়াতে ইসলামী রাজশাহী শাখার নেতা শফিকুর রহমানসহ নেতা-কর্মীদের মুক্তি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের দাবিতে আগামী শুক্রবার বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে। মিছিলটি নগরীর সদর হাসপাতাল মোড় থেকে দুপুর আড়াইটায় শুরু হয়ে, সাহেববাজার হয়ে পুনরায় সদর হাসপাতাল মোড়ে শেষ হবে।’ 

আমাদের অনুমতি না দেওয়া হলে দলীয় ফোরাম এ বিষয়ে সিদ্ধান্ত নেবে বলেও জানান তিনি। 

এ সময় তার সঙ্গে আরও উপস্থিত ছিলেন—জামায়াত নেতা সেলিম রেজা মাসুম, হাসালুন বান্না সোহাগ, মো. মিনহাজ, ফিরোজ কবির, মো. সালাউদ্দিন প্রমুখ।

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল

আন্দোলনের মুখে রাবিতে আওয়ামীপন্থী ছয় ডিনের পদত্যাগ

নিরাপত্তা শঙ্কায় রাবি শিক্ষকের ক্লাস-পরীক্ষা বর্জন

ওসমান হাদি ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন: তারেক রহমান

রাবির ৬ ডিনের পদত্যাগ দাবি: ভিসি, প্রো-ভিসির দপ্তরে তালার পর সভা, সিদ্ধান্ত রাতে

শিশু সাজিদের পরিবারকে অনুদান দিল জামায়াত

বগুড়ায় ট্রাকচাপায় কলেজছাত্র নিহত

দুই ধান ব্যবসায়ীর ১০ লাখ টাকা ও কৃষকের তিনটি গরু চুরি

রাবিতে ৬ ডিনের চেম্বারে তালা, দায়িত্ব ছাড়তে রাজি হয়েছেন বলে জানালেন জিএস আম্মার

‘অপারেশন জিরো টলারেন্স ফর ফ্যাসিজম’ কর্মসূচি ঘোষণা রাকসুর জিএস আম্মারের