Ajker Patrika
হোম > সারা দেশ > রাজশাহী

এসএসসি পরীক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা

নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি

এসএসসি পরীক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা

নাটোরের নলডাঙ্গায় এসএসসি পরীক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগ তুলে এক ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন ভুক্তভোগী শিক্ষার্থীর চাচা। গতকাল শনিবার রাতে নলডাঙ্গা থানায় এ অভিযোগ দায়ের করেন তিনি। 

গত বুধবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বীরকুৎসা বাজারে ওই ইউপি সদস্যের ব্যক্তিগত কার্যালয়ে এ ঘটনা ঘটেছে বলে মামলায় উল্লেখ করা হয়। 

অভিযুক্ত ব্যক্তি হলেন ইউপি সদস্য আমজাদ হোসেন মন্টু (৪০)। তিনি দুর্লভপুর গ্রামের মৃত রহিম সরদারের ছেলে এবং খাজুরা ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য। আমজাদ হোসেন খাজুরা ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদকের দায়িত্বেও রয়েছেন। 

পুলিশ ও স্থানীয়রা বলছে, গত বুধবার সকাল সাড়ে ৮টার দিকে ভুক্তভোগী শিক্ষার্থী বাড়ি থেকে বের হয়ে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণের জন্য বীরকুৎসা বাজারে অটোরিকশার জন্য দাঁড়িয়ে ছিল। এ সময় ইউপি সদস্য আমজাদ হোসেন মন্টু তাকে নিজ কার্যালয়ের ভেতরে ডেকে নিয়ে জোরপূর্বক যৌন নিপীড়ন করেন। ভুক্তভোগী পরীক্ষা শেষে বাড়ি ফিরে ঘটনাটি পরিবারের সদস্যদের জানায়। পরিবারের পক্ষ থেকে শনিবার রাতে ওই শিক্ষার্থীর চাচা ইউপি সদস্য আমজাদ হোসেন মন্টুকে আসামি করে মামলা দায়ের করেন। 

এ বিষয়ে নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজকের পত্রিকাকে বলেন, ‘গত বুধবার সকালে দুর্লভপুর গ্রামের এক এসএসসি পরীক্ষার্থীকে খাজুরা ইউপি সদস্য আমজাদ হোসেন মন্টু তাঁর নিজ কার্যালয়ে ডেকে নিয়ে যৌন নিপীড়ন করেন। এ ঘটনায় নির্যাতিতার চাচা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে শনিবার রাতে আমজাদ হোসেন মন্টুকে আসামি করে মামলা দায়ের করেছেন। আমরা আসামিকে গ্রেপ্তারের চেষ্টা করছি।’

‘ঢাবি আধিপত্যের’ প্রতিবাদে রাবি শিক্ষার্থীদের রেলপথ অবরোধ

ইউএনওর কক্ষে জামায়াত নেতাদের মারধর, বিএনপির ৪ নেতাকে শোকজ

বার কাউন্সিলের পরীক্ষার ফি কমানোর দাবি রাবি শিক্ষার্থীদের

পেট্রল ঢেলে পুড়িয়ে দেওয়া হলো বিএনপি নেতার কৃষিযন্ত্র

প্রসবকালে মাথা বিচ্ছিন্ন হয়ে নবজাতকের মৃত্যুর অভিযোগ, তদন্ত কমিটি গঠন

ধামইরহাটে সরকারি জমির মাটি কাটায় জরিমানা

বগুড়ায় আ.লীগ নেতার বাড়িতে আগুন, নাশকতার অভিযোগ

রাজশাহীতে ভটভটি-মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল কলেজছাত্রের

৭ মাস পর কলেজছাত্র আসিফের লাশ পেল পরিবার

জয়পুরহাটে অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে স্বেচ্ছাসেবক দলের নেতা নিহত