হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে ১৮ দলীয় জোটের মিছিলে হামলা, সাবেক মন্ত্রীসহ আসামি ৫৬ জন

সিরাজগঞ্জ প্রতিনিধি  

সাবেক মন্ত্রী আবদুল লতিফ বিশ্বাস। ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জে ১৮ দলীয় জোটের মিছিলে হামলার ঘটনায় সাবেক মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আবদুল লতিফ বিশ্বাসসহ ৫৬ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। মামলায় ১৫০-২০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

আজ সোমবার বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া হোসেন আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে রোববার রাতে বেলকুচি পৌরসভার ২ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল হালিম সরকার বাদী হয়ে মামলাটি করেন।

মামলায় প্রধান আসামি করা হয়েছে সাবেক মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী এবং সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আবদুল লতিফ বিশ্বাসকে। এ ছাড়া তাঁর স্ত্রী আশানুর বিশ্বাস, ছেলে লাজুক বিশ্বাসসহ ৫৬ জনের নাম উল্লেখ করা হয়েছে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ২০১৩ সালের ২৭ নভেম্বর দুপুর সাড়ে ১২টার দিকে বেলকুচি পৌর শহরের মুকন্দগাতী এলাকা থেকে ১৮ দলীয় জোটের একটি মিছিল সোনালী ব্যাংকের সামনে পৌঁছালে আসামিরা হামলা চালায়। একই সঙ্গে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে তিন নেতা-কর্মীকে আহত করা হয়।

এজাহারে আরও উল্লেখ করা হয়েছে, তৎকালে মামলার পরিবেশ না থাকায় দীর্ঘদিন পর এই মামলা করা হয়েছে।

সোমবার ওসি জাকারিয়া হোসেন জানান, মামলাটি তদন্ত করা হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে গতকাল রোববার যৌথ বাহিনী সাবেক মন্ত্রী আবদুল লতিফ বিশ্বাসকে তাঁর নিজের বাড়ি থেকে গ্রেপ্তার করেছে। তিনি বর্তমানে সিরাজগঞ্জ জেলা কারাগারে রয়েছেন। এর আগে এনায়েতপুর থানার হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও পুলিশ হত্যা মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছিল।

চোর সন্দেহে নির্যাতন: মবের ভুক্তভোগীকে জেল, হাসপাতালে মৃত্যু

কাজ করার পরেও ডিস্টার্ব করতে আসলে ১, ২, ৩, ৪ করে দেব: জিএস আম্মার

‘ছাত্রদল আপনার মতো আম্মারকে ৩০ মিনিটে বের করে দিতে সক্ষম’, ভিডিও ভাইরাল

প্যারোলে মুক্তি পেয়ে বাবার শেষকৃত্যে অংশ নিলেন আওয়ামী লীগ নেতা প্রদ্যুৎ কুমার

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল

আন্দোলনের মুখে রাবিতে আওয়ামীপন্থী ছয় ডিনের পদত্যাগ

নিরাপত্তা শঙ্কায় রাবি শিক্ষকের ক্লাস-পরীক্ষা বর্জন

ওসমান হাদি ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন: তারেক রহমান

রাবির ৬ ডিনের পদত্যাগ দাবি: ভিসি, প্রো-ভিসির দপ্তরে তালার পর সভা, সিদ্ধান্ত রাতে