Ajker Patrika
হোম > সারা দেশ > রাজশাহী

রাজশাহীতে ২৫ মামলার আসামি হেরোইনসহ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীতে ২৫ মামলার আসামি হেরোইনসহ গ্রেপ্তার

রাজশাহীতে ২৫ মামলার আসামি ফরিদ আহমেদকে (৩৯) হেরোইনসহ আবারও গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে কাটাখালী থানা-পুলিশের একটি দল কাপাসিয়ার সরকারপাড়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে।

রাজশাহী মহানগরীর কাটাখালী থানার এমাদপুর এলাকার বাসিন্দা ফরিদ আহমেদ। গ্রেপ্তারের সময় তাঁর কাছ থেকে ৭২ গ্রাম হেরোইন জব্দ করা হয়েছে। আজ বুধবার দুপুরে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মুখপাত্র জামিরুল ইসলাম এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছেন।

জামিরুল ইসলাম বলেন, ফরিদের বিরুদ্ধে বিভিন্ন থানায় ২৫টির বেশি মামলা রয়েছে। বারবার তিনি মাদকসহ গ্রেপ্তার হন। জামিনে মুক্তি পেয়ে আবার এ কারবারে জড়িয়ে পড়েন। রাতে তিনি চারঘাটের টাংগন এলাকা থেকে হেরোইন নিয়ে কাপাসিয়া বাজারের দিকে যাচ্ছিলেন।

এ সময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল অভিযান চালিয়ে ফরিদ আহমেদকে গ্রেপ্তার করে। এ নিয়ে তাঁর বিরুদ্ধে কাটাখালী থানায় আরেকটি মামলা করা হয়েছে। ফরিদ টাংগনের দুই ব্যক্তির কাছ থেকে এ হেরোইন সংগ্রহ করেছিলেন তিনি। মামলায় তাঁদের পলাতক আসামি করা হয়েছে। তাঁদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে। আর ফরিদকে দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

কাজ নেই, মজুরি ষোলো আনা

জমিতে লবণ প্রয়োগ ফলন বিপর্যয়ের শঙ্কা

রাজশাহী পাসপোর্ট অফিসের সেই ডিডি রোজীর বদলি

পদ্মা নদীতে গোসলে নেমে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

মাইক্রোর ধাক্কায় ছিটকে পড়া স্বামী-স্ত্রী বাসচাপায় নিহত

সব সেবা বন্ধের হুঁশিয়ারি রামেকের চিকিৎসকদের

ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে রাবি শিক্ষার্থীদের বিক্ষোভ

বগুড়ায় স্কুলছাত্রের লাশ পড়ে ছিল পুকুরপাড়ে, গলায় আঙুলের ছাপ

ককটেল ফুটতেই সেলুনে লুকায় পুলিশ, রণক্ষেত্র হয় এলাকা

ছোটদের বিরুদ্ধে ব্যবস্থা, বড়রা নাগালের বাইরে