হোম > সারা দেশ > রাজশাহী

রাজশাহীতে ২৫ মামলার আসামি হেরোইনসহ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীতে ২৫ মামলার আসামি ফরিদ আহমেদকে (৩৯) হেরোইনসহ আবারও গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে কাটাখালী থানা-পুলিশের একটি দল কাপাসিয়ার সরকারপাড়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে।

রাজশাহী মহানগরীর কাটাখালী থানার এমাদপুর এলাকার বাসিন্দা ফরিদ আহমেদ। গ্রেপ্তারের সময় তাঁর কাছ থেকে ৭২ গ্রাম হেরোইন জব্দ করা হয়েছে। আজ বুধবার দুপুরে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মুখপাত্র জামিরুল ইসলাম এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছেন।

জামিরুল ইসলাম বলেন, ফরিদের বিরুদ্ধে বিভিন্ন থানায় ২৫টির বেশি মামলা রয়েছে। বারবার তিনি মাদকসহ গ্রেপ্তার হন। জামিনে মুক্তি পেয়ে আবার এ কারবারে জড়িয়ে পড়েন। রাতে তিনি চারঘাটের টাংগন এলাকা থেকে হেরোইন নিয়ে কাপাসিয়া বাজারের দিকে যাচ্ছিলেন।

এ সময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল অভিযান চালিয়ে ফরিদ আহমেদকে গ্রেপ্তার করে। এ নিয়ে তাঁর বিরুদ্ধে কাটাখালী থানায় আরেকটি মামলা করা হয়েছে। ফরিদ টাংগনের দুই ব্যক্তির কাছ থেকে এ হেরোইন সংগ্রহ করেছিলেন তিনি। মামলায় তাঁদের পলাতক আসামি করা হয়েছে। তাঁদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে। আর ফরিদকে দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

‘ছাত্রদল আপনার মতো আম্মারকে ৩০ মিনিটে বের করে দিতে সক্ষম’, ভিডিও ভাইরাল

প্যারোলে মুক্তি পেয়ে বাবার শেষকৃত্যে অংশ নিলেন আওয়ামী লীগ নেতা প্রদ্যুৎ কুমার

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল

আন্দোলনের মুখে রাবিতে আওয়ামীপন্থী ছয় ডিনের পদত্যাগ

নিরাপত্তা শঙ্কায় রাবি শিক্ষকের ক্লাস-পরীক্ষা বর্জন

ওসমান হাদি ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন: তারেক রহমান

রাবির ৬ ডিনের পদত্যাগ দাবি: ভিসি, প্রো-ভিসির দপ্তরে তালার পর সভা, সিদ্ধান্ত রাতে

শিশু সাজিদের পরিবারকে অনুদান দিল জামায়াত

বগুড়ায় ট্রাকচাপায় কলেজছাত্র নিহত