হোম > সারা দেশ > রাজশাহী

বাগাতিপাড়ায় স্কুলছাত্রের হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি

নাটোরের বাগাতিপাড়ায় স্কুলছাত্র দিদারুল ইসলাম মাহফুজকে হত্যার পর অটো ছিনতাইকারীদের বিচারের দাবিতে মানববন্ধন করা হয়েছে। আজ সোমবার সকালে উপজেলার তকিনগর আইডিয়াল হাইস্কুল অ্যান্ড কলেজের আয়োজনে স্কুল গেটের সামনের সড়কে নিহতের সহপাঠী ও শিক্ষক-কর্মচারীরা এই মানববন্ধন করে।

মানববন্ধনে অধ্যক্ষ মকবুল হোসেনের সভাপতিত্বে বক্তব্য দেন সহকারী অধ্যাপক আলমগীর হোসেন, সহকারী প্রধান শিক্ষক হাসানুজ্জামান রতন, শিক্ষক মুন্জুর মুক্তাদির, জিয়ারুল ইসলাম, শিক্ষার্থী আতিক হাসান সুমন, সিনদীদ আহসান শ্রাবণ, সাব্বির হাসান, সামিরা আক্তার মুক্ত, নাইচ আক্রান্ত শিখা প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, অতি দরিদ্র মাহফুজ অত্যন্ত বিনয়ী ও মেধাবী ছিল। লেখাপড়ার পাশাপাশি ভাড়ায় অটো চালাত সে। ঘটনার দিনও সে ভাড়া নিয়ে গিয়েছিল। কিন্তু দুর্বৃত্তরা তার অটো ছিনতাই করে তাকে নৃশংসভাবে হত্যা করেছে। এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক দাবি জানিয়েছেন তাঁরা।

প্রসঙ্গত, গত ৪ অক্টোবর সন্ধ্যায় মাহফুজ ইজিবাইক নিয়ে বের হয়ে রাতে আর বাড়ি ফেরেনি। পরদিন উপজেলার জামনগর ইউনিয়নের দেবনগর গির্জার পাশ থেকে মাথা ও মুখমণ্ডলে ক্ষত চিহ্নসহ তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেয় স্থানীয়রা। পরে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এ ঘটনায় পুলিশ প্রেমঘটিত বিরোধের জেরে তাকে হত্যা করে ইজিবাইক ছিনতাই করা হয়েছে বলে জানিয়েছে। সেই দিনই হত্যাকাণ্ডে ব্যবহৃত হাতুড়ি ও ইজিবাইক উদ্ধার করাসহ পাঁচজনকে গ্রেপ্তার করে পুলিশ। তারা এখন জেল হাজতে রয়েছে।

চোর সন্দেহে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন: মবের ভুক্তভোগীকে জেল, হাসপাতালে মৃত্যু

কাজ করার পরেও ডিস্টার্ব করতে আসলে ১, ২, ৩, ৪ করে দেব: জিএস আম্মার

‘ছাত্রদল আপনার মতো আম্মারকে ৩০ মিনিটে বের করে দিতে সক্ষম’, ভিডিও ভাইরাল

প্যারোলে মুক্তি পেয়ে বাবার শেষকৃত্যে অংশ নিলেন আওয়ামী লীগ নেতা প্রদ্যুৎ কুমার

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল

আন্দোলনের মুখে রাবিতে আওয়ামীপন্থী ছয় ডিনের পদত্যাগ

নিরাপত্তা শঙ্কায় রাবি শিক্ষকের ক্লাস-পরীক্ষা বর্জন

ওসমান হাদি ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন: তারেক রহমান

রাবির ৬ ডিনের পদত্যাগ দাবি: ভিসি, প্রো-ভিসির দপ্তরে তালার পর সভা, সিদ্ধান্ত রাতে