Ajker Patrika
হোম > সারা দেশ > রাজশাহী

পুঠিয়া পৌরসভার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি 

পুঠিয়া পৌরসভার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

রাজশাহীর পুঠিয়া পৌরসভার ৭ লাখ টাকা বিদ্যুৎ বিলের বকেয়া পরিশোধ না করায় সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। আজ মঙ্গলবার পল্লী বিদ্যুৎ কার্যালয় সংযোগ বিচ্ছিন্ন করে। তবে বিদ্যুৎ কার্যালয় বলছে বকেয়া পরিশোধ করতে একাধিকবার লিখিতভাবে জানানো হলেও পৌর কর্তৃপক্ষ সাড়া দেয়নি।

জানা গেছে, নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-১ (পুঠিয়া অঞ্চল) এর অধীনে পুঠিয়া পৌরসভায় তিনটি বিদ্যুৎ সংযোগ রয়েছে। এর মধ্যে পৌরসভার দপ্তর ও সড়ক বাতির জন্য আলাদা সংযোগ নেওয়া হয়। গত কয়েক মাসে এই তিনটি সংযোগ মিলে মোট বকেয়া বিলের পরিমাণ দাঁড়িয়েছে ৭ লাখ ৫০ হাজার টাকা। 

নাটোর পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম ইয়াকুব আলী শেখ বলেন, পৌরসভায় কয়েকবার জানালেও তারা সাড়া দেয়নি। ফলে মঙ্গলবার সকালে শুধু পৌরসভার কার্যালয় বাদে সড়ক বাতি ব্যবহারের জন্য নেওয়া বাকি দুটি লাইন সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। 

এ ব্যাপারে পৌরসভার মেয়র আল মামুন খানের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমি ব্যস্ত আছি, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নের বিষয়টি আমার জানা নেই।’ 

রাবিতে নিজ বিভাগ থেকে সভাপতি দাবি: ভিসির আশ্বাসে অবস্থান কর্মসূচি প্রত্যাহার

‘মবের হাত থেকে বাঁচাতে’ পলকের বাড়ি হয়ে গেল অস্থায়ী পুলিশ ক্যাম্প

টিসিবির পণ্যবাহী ট্রাক আসতে দেরি, মানুষের হুড়োহুড়ি-সংঘর্ষ

রাবিতে নিজ বিভাগ থেকে সভাপতি নিয়োগের দাবিতে অবস্থান কর্মসূচি শিক্ষার্থীদের

সাদাপোশাকে তল্লাশি, ছিনতাইকারী সন্দেহে এএসআইকে আটকাল জনতা

বগুড়ার শেরপুরে সড়ক দুর্ঘটনায় ট্রাকচালক নিহত

বার কাউন্সিল পরীক্ষার আবেদন ফি ৩০০ টাকা করার দাবি রাবি শিক্ষার্থীদের

রাজশাহী কলেজে ফরম পূরণের ফি কমানোর দাবিতে মানববন্ধন, বিক্ষোভ

নাটোরে মুরগির খামারে মিলল ১৮০ গ্রাম ওজনের ডিম

রাজশাহীতে সাঁওতালপাড়ায় হামলার প্রতিবাদ