নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের আওয়ামী লীগের প্রার্থী পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেছেন তাঁর নির্বাচনী এলাকার এক ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান। এবিষয়ে আজ বুধবার রাজশাহীর রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শামীম আহমেদকে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
শাহরিয়ারের বিরুদ্ধে অভিযোগটি করেছেন রাজশাহী জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও পাকুড়িয়া ইউপি চেয়ারম্যান মেরাজুল ইসলাম মেরাজ। অভিযোগের বিষয়ে চেষ্টা করেও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বক্তব্য জানা যায়নি।
এবিষয়ে জানতে চাইলে রাজশাহীর রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শামীম আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘কোথাও আচরণবিধি লঙ্ঘন হোক- এটা আমরা চাইব না। অভিযোগ আমি দেখব; বিধি অনুযায়ী ব্যবস্থা হবে।’
লিখিত অভিযোগে মেরাজ দাবি করেছেন, গত ২ ডিসেম্বর চারঘাটে আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় শাহরিয়ার আলম জনসম্মুখে তাকে ‘কুলাঙ্গার’ বলে অপবাদ দেন। পাশাপাশি তিনি ১৭ তারিখের পর তাকে দেখে নেওয়ার হুমকি দেন। এ ধরনের বক্তব্য নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন।
মেরাজুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘একজন প্রতিমন্ত্রী যখন এভাবে প্রকাশ্যে হুমকি দেন, তখন আমি নিরাপত্তাহীনতায় থাকব- এটাই স্বাভাবিক। তারপরেও আমরা দল করি। নিজেদের মতো করে আমাদের প্রার্থীর পক্ষে কাজ করে যাচ্ছি। আমরা থেমে যাইনি।’
এ বিষয় কথা বলতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের মোবাইল ফোনে কল দেওয়া হয়। তিনি রিসিভ না করায় তার বক্তব্য জানা যায়নি।