হোম > সারা দেশ > রাজশাহী

রাজশাহীর রফিকুল হত্যা মামলার আসামি আশুলিয়ায় গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

হত্যা মামলার আসামি গিয়াস। ছবি: আজকের পত্রিকা

রাজশাহীর বাঘা উপজেলার মুর্শিদপুর গ্রামের রফিকুল ইসলাম হত্যা মামলার আসামি লতিফুল ইসলাম ওরফে গিয়াসকে (৩৩) ঢাকার আশুলিয়ার বলিভদ্র এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে র‍্যাব-৫-এর রাজশাহী ও র‍্যাব-৪-এর সাভারের একটি যৌথ দল অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।

লতিফুল বাঘার মুর্শিদপুর গ্রামের জিন্নাত আলীর ছেলে। বুধবার সকালে র‍্যাব-৫-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে গত ১০ এপ্রিল বিকেলে উপজেলার চক রাজাপুর ইউনিয়নের সিকরামপুর মাঠে রফিকুল ইসলামকে কুপিয়ে আহত করেছিলেন লতিফুল। এতে রফিকুল নিহত হন।

র‍্যাব জানিয়েছে, ঘটনার দিন বিকেলে লতিফুলের ভুট্টাখেতে ঘাস কাটছিলেন রফিকুল। তা দেখে লতিফুল তাঁকে গালি দেন। এ সময় রফিকুল প্রতিবাদ করলে ক্ষিপ্ত হয়ে লতিফুল তাঁর হাতে থাকা ধারালো হাঁসুয়া দিয়ে গিয়াসকে কুপিয়ে আহত করে চলে যান। পরে মাঠের পাহারাদার ভুট্টাখেতে রফিকুলকে রক্তাক্ত ও অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। এরপর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে থানায় হত্যা মামলা করেন।

র‍্যাব আরও জানায়, মামলার পর থেকেই আসামি লতিফুল দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন। পুলিশের পাশাপাশি ঘটনাটি ছয়াতদন্ত করছিল র‍্যাব। বাড়ানো হয়েছিল গোয়েন্দা নজরদারি। এরপর র‍্যাব-৫-এর রাজশাহী ও র‍্যাব-৪-এর সাভার ক্যাম্পের একটি যৌথ দল অভিযান চালিয়ে লতিফুলকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর তাঁকে বাঘা থানায় হস্তান্তর করা হয়েছে।

‘ছাত্রদল আপনার মতো আম্মারকে ৩০ মিনিটে বের করে দিতে সক্ষম’, ভিডিও ভাইরাল

প্যারোলে মুক্তি পেয়ে বাবার শেষকৃত্যে অংশ নিলেন আওয়ামী লীগ নেতা প্রদ্যুৎ কুমার

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল

আন্দোলনের মুখে রাবিতে আওয়ামীপন্থী ছয় ডিনের পদত্যাগ

নিরাপত্তা শঙ্কায় রাবি শিক্ষকের ক্লাস-পরীক্ষা বর্জন

ওসমান হাদি ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন: তারেক রহমান

রাবির ৬ ডিনের পদত্যাগ দাবি: ভিসি, প্রো-ভিসির দপ্তরে তালার পর সভা, সিদ্ধান্ত রাতে

শিশু সাজিদের পরিবারকে অনুদান দিল জামায়াত

বগুড়ায় ট্রাকচাপায় কলেজছাত্র নিহত