হোম > সারা দেশ > রাজশাহী

সাবেক এমপি হেনরীর বাড়ির বাথরুমে রাখা ছাত্রের লাশের পরিচয় মিলেছে

সিরাজগঞ্জ প্রতিনিধি  

আসিফ হোসাইন। ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জে ৬ মাস ২৩ দিন মর্গে রাখা সন্তানের মরদেহ নিজ হেফাজতে নিয়ে ধর্মীয় রীতি অনুযায়ী দাফন করতে আদালতে আবেদন করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া আসিফ হোসাইনের বাবা নজরুল ইসলাম।

আজ বৃহস্পতিবার সকালে আইনজীবীর মাধ্যমে সিরাজগঞ্জ সদর আমলি আদালতে আবেদন করেন তিনি। আগামী ২ মার্চ আবেদনের ওপর শুনানির দিন ধার্য করা হয়েছে বলে জানিয়েছেন আইনজীবী সোলাইমান হোসেন মুন্না।

আবেদনে উল্লেখ করা হয়েছে, আমার ছেলে (আসিফ হোসাইন) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সক্রিয় কর্মী ছিল। আমার ধারণা, তৎকালীন এমপি জান্নাত আরা হেনরী আন্দোলন দমানোর জন্য জেলার বিভিন্ন অঞ্চল থেকে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের চিহ্নিত অস্ত্রধারীদের এনে শাহীন শেখ ও আমার ছেলে আসিফ হোসাইনকে হত্যা করে। পরে লাশ দুটি জান্নাত আরা হেনরীর বাড়ির বাথরুমে লুকিয়ে রাখা হয়।

আবেদনে আরও উল্লেখ করা হয়, পরবর্তী সময়ে আমি আমার ছেলের হত্যার বিষয়ে আসামিদের নাম-ঠিকানা সংগ্রহ করে মামলা করব।

সিরাজগঞ্জ শহরের ২ নম্বর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মুস্তাকিম বলেন, ডিএনএ টেস্টের মাধ্যমে মরদেহটির পরিচয় নিশ্চিত হওয়া গেছে। আসিফ সিরাজগঞ্জ পৌর এলাকার একডালা পুনর্বাসন মহল্লার নজরুল ইসলামের ছেলে ও সিরাজগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ছাত্র।

কলেজছাত্র আসিফ হোসেনের মামা শাহীন শেখ বলেন, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অন্য ছাত্রদের সঙ্গে মিছিলে অংশ নেয় আসিফ হোসেন। যাওয়ার সময় মাকে বলে যায়, মা আমি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে যাচ্ছি। শহরের চৌরাস্তা মোড় এলাকায় মিছিলে অংশ নেয় সে। মিছিলে অংশ নেওয়া অন্য ছাত্ররাও তাকে সেখানে দেখেছে। দুপুরের পর থেকে তার ব্যবহৃত ফোন বন্ধ পাওয়া যায়। এর পর পরিবারের সদস্যরা তার সন্ধানে বিভিন্ন জায়গায় খুঁজতে থাকে। আত্মীয়-স্বজনসহ বিভিন্ন জায়গায় খুঁজেও তাকে পাওয়া যায়নি।

বিষয়টি পুলিশকে অবগত করা হয় এবং পরিবারের সঙ্গে আলোচনা করে থানায় সাধারণ ডায়েরি করা হয়। পরে ৫ আগস্ট ফায়ার সার্ভিসের সদস্যরা সিরাজগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য জান্নাত আরা হেনরীর বাড়ির ভেতর থেকে আসিফ ও শাহিনের লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখে।

প্যারোলে মুক্তি পেয়ে বাবার শেষকৃত্যে অংশ নিলেন আওয়ামী লীগ নেতা প্রদ্যুৎ কুমার

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল

আন্দোলনের মুখে রাবিতে আওয়ামীপন্থী ছয় ডিনের পদত্যাগ

নিরাপত্তা শঙ্কায় রাবি শিক্ষকের ক্লাস-পরীক্ষা বর্জন

ওসমান হাদি ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন: তারেক রহমান

রাবির ৬ ডিনের পদত্যাগ দাবি: ভিসি, প্রো-ভিসির দপ্তরে তালার পর সভা, সিদ্ধান্ত রাতে

শিশু সাজিদের পরিবারকে অনুদান দিল জামায়াত

বগুড়ায় ট্রাকচাপায় কলেজছাত্র নিহত

দুই ধান ব্যবসায়ীর ১০ লাখ টাকা ও কৃষকের তিনটি গরু চুরি