Ajker Patrika
হোম > সারা দেশ > রাজশাহী

প্রশিক্ষণ নিয়ে ল্যাপটপ পেলেন ১০০ তরুণী

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

প্রশিক্ষণ নিয়ে ল্যাপটপ পেলেন ১০০ তরুণী

ই-কমার্স ও কল সেন্টার এজেন্ট হিসেবে বিনা মূল্যে প্রশিক্ষণ নেওয়ার পর একটি করে ল্যাপটপ উপহার পেলেন চাঁপাইনবাবগঞ্জের ১০০ তরুণী। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতায় ‘হার পাওয়ার’ প্রকল্প থেকে এসব তরুণী প্রশিক্ষণ নেন।

আজ বৃহস্পতিবার বিকেলে রাজশাহীতে বঙ্গবন্ধু শেখ মুজিব হাইটেক পার্কের জয় সিলিকন টাওয়ারে ল্যাপটপ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক।

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, ‘প্রত্যেক প্রশিক্ষণার্থীকে প্রশিক্ষণ দিতে সরকারের প্রায় ৪০ হাজার টাকা খরচ হয়েছে। প্রত্যেককে ৬০ হাজার টাকা দামের একটি উন্নতমানের ল্যাপটপও দেওয়া হলো। সবার পেছনে যে এক লাখ টাকা করে খরচ হলো, তা জনগণের টাকা। তাই এই প্রশিক্ষণ ও ল্যাপটপকে দেশের ১৭ কোটি মানুষের আশীর্বাদ হিসেবে ধরে নিয়ে সামনে এগিয়ে যেতে হবে। সবাইকে স্বনির্ভর হয়ে উঠতে হবে। তাহলেই প্রকল্পের লক্ষ্য পূরণ হবে।’

অনুষ্ঠানে ল্যাপটপ পেয়ে অনুভূতি জানান চাঁপাইনবাবগঞ্জের ই-কমার্স প্রশিক্ষণার্থী দিলনাজ খানম। তিনি বলেন, ‘আজকে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের তরুণীরা এই প্রশিক্ষণ নিলেন। আমি প্রশিক্ষণ পেলাম ১৮ বছর সংসার করার পর। সরকারের উদ্যোগের কারণেই এটি সম্ভব হলো। আমি একজন উদ্যোক্তা হিসেবে গড়ে উঠলাম। আমি সরকারের কাছে কৃতজ্ঞ।’

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের মহাপরিচালক মো. মোস্তফা কামাল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবী শাহীন আকতার রেনী, রাজশাহী সিটি করপোরেশনের প্যানেল মেয়র নিযাম-উল আযীম, রাজশাহীর বঙ্গবন্ধু শেখ মুজিব হাইটেক পার্কের প্রকল্প পরিচালক এ কে এ এম ফজলুল হক ও টিএমএসএসের প্রতিষ্ঠাতা হোসনে আরা বেগম। স্বাগত বক্তব্য হার পাওয়ার প্রকল্পের পরিচালক রায়হানা ইসলাম।

রাবি প্রশাসনের ইফতারের আয়োজন, খাবার পাননি অনেকে

ডাক্তার আসছেন বলে ১২ ঘণ্টা অপেক্ষা করানোর পর গর্ভের সন্তানসহ প্রসূতির মৃত্যু

কিস্তি না পেয়ে ছাগল নিয়ে গেল জনকল্যাণ মানব উন্নয়ন সংস্থা

নাটোরের যুবলীগ নেতা কালিয়া গ্রেপ্তার

কাজীপুরে মন্দিরে প্রতিমা ভাঙচুর

সাংবাদিককে হত্যাচেষ্টার মামলায় চার্জশিট দাখিল

আতাইকুলায় অস্ত্রসহ ৪ ছিনতাইকারী আটক

নাটোরের সিংড়ায় দুই পক্ষের সংঘর্ষে আহত ৩

নাটোরে নিখোঁজের এক দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

রিকশাচালককে জুতাপেটার তদন্ত শুরু, ক্ষমা চান সমাজসেবা কর্মকর্তা