হোম > সারা দেশ > রাজশাহী

নাবিল গ্রুপের ৫৬০ বস্তা ডাল আত্মসাৎ: গ্রেপ্তার দুজন কারাগারে

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীর নাবিল গ্রুপের ৫৬০ বস্তা ডাল আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার দুজনকে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল মঙ্গলবার আদালতের নির্দেশে তাঁদের কারাগারে পাঠানো হয়। আজ বুধবার বিকেলে রাজশাহী নগর পুলিশের (আরএমপি) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

গ্রেপ্তার দুজন হলেন বরিশাল সদরের দুর্গাপুরের সাইফুল ইসলাম শুভ (২৪) ও লক্ষ্মীপুরের রামগঞ্জ থানার উত্তর বার্টারার গ্রামের কবির হোসেন (৪২)।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজশাহীর পবা থানা-পুলিশ গত রোববার ঢাকার তেজগাঁও থেকে ওই দুজনকে গ্রেপ্তার করে। গতকাল মঙ্গলবার আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়। তাঁরা ট্রাকের চালক ও সহকারী সেজে ডাল নিয়ে গিয়েছিলেন। আদালতে তাঁরা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ৭ সেপ্টেম্বর রাজশাহীর পবায় নাবিলের মিল থেকে ৫৬০ বস্তা মসুর ডাল ঢাকার সাভারের উদ্দেশে নিয়ে যান কবির ও সাইফুল। কিন্তু তাঁরা সাভারে ডাল পৌঁছে না দিয়ে আত্মসাৎ করেন। এ নিয়ে নাবিল গ্রুপের পক্ষ থেকে মামলা করা হয়। কবির ও সাইফুল নিজেদের ভিন্ন নাম জানিয়ে ও ট্রাকের নম্বর প্লেট পরিবর্তন করে ডাল নিয়ে গেলেও পুলিশের তদন্তে তাঁরা ধরা পড়েছেন।

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল

আন্দোলনের মুখে রাবিতে আওয়ামীপন্থী ছয় ডিনের পদত্যাগ

নিরাপত্তা শঙ্কায় রাবি শিক্ষকের ক্লাস-পরীক্ষা বর্জন

ওসমান হাদি ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন: তারেক রহমান

রাবির ৬ ডিনের পদত্যাগ দাবি: ভিসি, প্রো-ভিসির দপ্তরে তালার পর সভা, সিদ্ধান্ত রাতে

শিশু সাজিদের পরিবারকে অনুদান দিল জামায়াত

বগুড়ায় ট্রাকচাপায় কলেজছাত্র নিহত

দুই ধান ব্যবসায়ীর ১০ লাখ টাকা ও কৃষকের তিনটি গরু চুরি

রাবিতে ৬ ডিনের চেম্বারে তালা, দায়িত্ব ছাড়তে রাজি হয়েছেন বলে জানালেন জিএস আম্মার