হোম > সারা দেশ > জয়পুরহাট

আক্কেলপুরে কিশোরী মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ, গ্রেপ্তার তরুণ

আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি

জয়পুরহাটের আক্কেলপুরে এক মাদ্রাসাছাত্রীকে (১৬) ধর্ষণের অভিযোগে এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে গত সোমবার সকাল পৌনে ১০টার দিকে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের একটি গ্রামে। এ ঘটনায় আজ বিকেলে ওই মাদ্রাসাছাত্রীর বাবা বাদী হয়ে গ্রেপ্তার আসামির নাম উল্লেখ করে ধর্ষণের মামলা করেছেন।

গ্রেপ্তার ওই তরুণের নাম মোবাশ্বের আহম্মেদ ওরফে মোবিন (১৯)। তিনি উপজেলার পূর্ণ গোপীনাথপুর গ্রামের বাসিন্দা। আর ধর্ষণের স্বীকার ওই মাদ্রাসাছাত্রীর বাড়ি জেলার ক্ষেতলাল উপজেলার একটি গ্রামে।  

এজাহার সূত্রে জানা গেছে, আক্কেলপুর উপজেলার পূর্ণ গোপীনাথপুর মাদ্রাসার দশম শ্রেণির ছাত্রী (১৬) গত সোমবার সকাল সাড়ে ৮টার দিকে বাড়ি থেকে বের হয়ে মাদ্রাসায় আসছিল। পথে ওই তরুণ মেয়েটিকে বিয়ের প্রলোভনে গোপীনাথপুর বাজারের এক আত্মীয়র বাড়িতে নিয়ে যান। সেখানে মেয়েটিকে ধর্ষণ করেন। এতে মেয়েটির রক্তক্ষরণ শুরু হয়। তখন ওই তরুণ প্রথমে মেয়েটিকে বগুড়ার দুপচাঁচিয়ার নাহার ক্লিনিকে নিয়ে যান। 

সেখানে অবস্থার অবনতি দেখে ওই তরুণ মেয়েটিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে গিয়ে ভর্তি করেন। সেখানে চিকিৎসা চলাকালে কর্তব্যরত চিকিৎসক ও পুলিশ ফাঁড়ির পুলিশের সন্দেহ হলে ওই তরুণকে তাদের হেফাজতে নেয়। পরে মেয়েটির পরিবার ও আক্কেলপুর থানা-পুলিশকে খবর দেয়। পরে সেখান থেকে তাঁকে গ্রেপ্তার করে আক্কেলপুর থানায় নিয়ে আসে পুলিশ। 

মেয়েটির বাবা বলেন, ‘আমার মেয়েকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে রক্তাক্ত করেছে। মেয়ের প্রতি এমন ঘটনার বিচার চেয়ে আমি নিজে বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছি।’

আক্কেলপুর থানার পরিদর্শক আবু বকর সিদ্দিক বলেন, ধর্ষণের মামলায় এক তরুণকে গ্রেপ্তার করা হয়েছে। আর মেয়েটি বর্তমানে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

চোর সন্দেহে নির্যাতন: মবের ভুক্তভোগীকে জেল, হাসপাতালে মৃত্যু

কাজ করার পরেও ডিস্টার্ব করতে আসলে ১, ২, ৩, ৪ করে দেব: জিএস আম্মার

‘ছাত্রদল আপনার মতো আম্মারকে ৩০ মিনিটে বের করে দিতে সক্ষম’, ভিডিও ভাইরাল

প্যারোলে মুক্তি পেয়ে বাবার শেষকৃত্যে অংশ নিলেন আওয়ামী লীগ নেতা প্রদ্যুৎ কুমার

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল

আন্দোলনের মুখে রাবিতে আওয়ামীপন্থী ছয় ডিনের পদত্যাগ

নিরাপত্তা শঙ্কায় রাবি শিক্ষকের ক্লাস-পরীক্ষা বর্জন

ওসমান হাদি ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন: তারেক রহমান

রাবির ৬ ডিনের পদত্যাগ দাবি: ভিসি, প্রো-ভিসির দপ্তরে তালার পর সভা, সিদ্ধান্ত রাতে