হোম > সারা দেশ > রাজশাহী

নবজাতককে হাসপাতালে ভর্তি করে নারী-পুরুষ যুগল উধাও

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে এক নবজাতককে ভর্তি করে তার বাবা-মা পরিচয়দানকারী মধ্যবয়সী দুই নারী-পুরুষ উধাও হয়েছেন। গত শনিবার থেকে ওই নবজাতক হাসপাতালে ভর্তি আছে।

কোনো স্বজন না থাকায় বর্তমানে ওই নবজাতক রামেক হাসপাতালের শিশু ওয়ার্ডে নার্সদের তত্ত্বাবধানে রয়েছে। নার্সদের ভাষ্যমতে, গত শনিবার বিকেলে বাবা-মা পরিচয় দিয়ে মধ্যবয়সী দুজন নারী-পুরুষ শ্বাসকষ্টজনিত সমস্যার কথা বলে ওই নবজাতককে ভর্তি করেন। ছেলে নবজাতকের বয়স হবে কয়েক দিন। ভর্তির পর চিকিৎসার কাগজপত্র ও প্রয়োজনীয় ওষুধ আনার কথা বলে ওয়ার্ড থেকে বের হন ওই দুই নারী-পুরুষ। ওই দিন থেকে আজ সোমবার সকাল পর্যন্ত তাঁরা উধাও রয়েছেন।

নার্সদের ভাষ্যমতে, নবজাতক সুস্থ রয়েছে। এরই মধ্যে অনেকে তাকে দত্তক নিতে আগ্রহ প্রকাশ করেছে। তবে হাসপাতাল কর্তৃপক্ষ নবজাতককে আদালতের মাধ্যমে সরকারি ছোটমণি নিবাসে হস্তান্তর করতে চায়। এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ রাজপাড়া থানায় একটি সাধারণ ডায়েরিও (জিডি) করেছে। 

এ বিষয়ে রামেক হাসপাতালের মেডিকেল অফিসার ডা. শংকর কে বিশ্বাস বলেন, ওই নবজাতককে হাসপাতালে ভর্তি করেই তার বাবা-মা পরিচয়দানকারী মধ্যবয়সী দুই নারী-পুরুষ লাপাত্তা। শেষ পর্যন্ত তাঁরা কেউ না এলে বা আজকালের মধ্যে তাঁদের পাওয়া না গেলে আদালতের মাধ্যমে নবজাতককে সমাজসেবা অধিদপ্তরের ছোটমণি নিবাসে হস্তান্তর করা হবে। 

এ বিষয়ে জানতে চাইলে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ এফ এম শামীম আহম্মদ আজকের পত্রিকাকে বলেন, ‘বাচ্চাটার জন্মগত একটা ত্রুটি ছিল। মলদ্বার বন্ধ থাকার কারণে বাচ্চাটা অসুস্থ হয়ে পড়ছিল। এটা নজরে আসার পর হাসপাতালেই ছোট একটা অস্ত্রোপচার করা হয়েছে। আশা করছি, এখন সে ভালো থাকবে।’

হাসপাতালের পরিচালক আরও বলেন, ‘ইতিমধ্যে থানায় একটা জিডির মাধ্যমে বাচ্চার বিষয়টা আদালতকে জানানো হয়েছে। আদালত তাকে সমাজসেবা অধিদপ্তরের ছোটমণি নিবাসে দিয়েছেন। তবে যেহেতু বাচ্চাটার একটা অস্ত্রোপচার হয়েছে, তাকে এখনো হাসপাতালেই রাখা হয়েছে। পুরোপুরি সুস্থ হয়ে ওঠার পর তাকে ছোটমণি নিবাসের কর্মকর্তারা নিয়ে যাবেন।’

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল

আন্দোলনের মুখে রাবিতে আওয়ামীপন্থী ছয় ডিনের পদত্যাগ

নিরাপত্তা শঙ্কায় রাবি শিক্ষকের ক্লাস-পরীক্ষা বর্জন

ওসমান হাদি ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন: তারেক রহমান

রাবির ৬ ডিনের পদত্যাগ দাবি: ভিসি, প্রো-ভিসির দপ্তরে তালার পর সভা, সিদ্ধান্ত রাতে

শিশু সাজিদের পরিবারকে অনুদান দিল জামায়াত

বগুড়ায় ট্রাকচাপায় কলেজছাত্র নিহত

দুই ধান ব্যবসায়ীর ১০ লাখ টাকা ও কৃষকের তিনটি গরু চুরি

রাবিতে ৬ ডিনের চেম্বারে তালা, দায়িত্ব ছাড়তে রাজি হয়েছেন বলে জানালেন জিএস আম্মার