নাশকতার মামলায় সিরাজগঞ্জে যুবদলের নেতা আব্দুল আলিমকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার সন্ধ্যায় তাঁকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। তিনি জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ও শহরের দিয়ারধানগড়া এলাকার বাসিন্দা।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, নাশকতার মামলায় অভিযান চালিয়ে আলমকে গ্রেপ্তার করা হয়েছে।
যুবদল নেতা আব্দুল আলিমের চাচা আসদ আলী আজকের পত্রিকাকে বলেন, ‘সন্ধ্যায় বাড়িতে মাগরিবের নামাজ পড়ছিল আলিম। নামাজ শেষে পুলিশ তাকে গ্রেপ্তার করে নিয়ে যায়।’