Ajker Patrika
হোম > সারা দেশ > রাজশাহী

পাবনায় চালকলের বয়লার বিস্ফোরণে শিশুসহ নিহত ২ 

পাবনা প্রতিনিধি

পাবনায় চালকলের বয়লার বিস্ফোরণে শিশুসহ নিহত ২ 

পাবনায় চালকলে ধান সিদ্ধ করার সময় বয়লার বিস্ফোরণে শিশুসহ দুজন নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে ফরিদপুর উপজেলার কাশিপুর গ্রামে এ ঘটনা ঘটে। ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

নিহতরা হলেন কাশিপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে ও চালকলের মালিক জাহাঙ্গীর আলম (৩৭) এবং চাতালে কর্মরত গোপালনগর গ্রামের পাখি খাতুনের শিশুসন্তান তারেক হোসেন (৫)।

প্রত্যক্ষদর্শীরা জানান, কাশিপুর গ্রামের জাহাঙ্গীর আলমের ধানের চাতালে ধান সিদ্ধ করার সময় চালকলের বয়লার বিস্ফোরিত হয়। এ সময় শরীর ছিন্নবিচ্ছিন্ন হয়ে চাতালের মালিক জাহাঙ্গীর আলম ঘটনাস্থলেই মারা যান।  এদিকে চাতালে কর্মরত শ্রমিক পাখি খাতুনের শিশুসন্তান তারেক হোসেনের গায়ে বিস্ফোরণের পর বয়লারের টুকরা পড়লে গুরুতর আহত হয় সে। তাকে ফরিদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ফরিদপুর থানার ওসি হাফিজুর রহমান বলেন, ‘ঘটনা জানার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশের টিম পাঠানো হয়। আমিসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছি। মরদেহ পরিবারকে হস্তান্তর করা হয়েছে।’

রাবিতে অ্যাডহকে নিয়োগপ্রাপ্তদের নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

ছাত্র আন্দোলনের বিরোধিতা করা রুয়েটের ৪ শিক্ষক-কর্মকর্তার গুরুদণ্ড

রাবিতে নিজ বিভাগ থেকে সভাপতি দাবি: ভিসির আশ্বাসে অবস্থান কর্মসূচি প্রত্যাহার

‘মবের হাত থেকে বাঁচাতে’ পলকের বাড়ি হয়ে গেল অস্থায়ী পুলিশ ক্যাম্প

টিসিবির পণ্যবাহী ট্রাক আসতে দেরি, মানুষের হুড়োহুড়ি-সংঘর্ষ

রাবিতে নিজ বিভাগ থেকে সভাপতি নিয়োগের দাবিতে অবস্থান কর্মসূচি শিক্ষার্থীদের

সাদাপোশাকে তল্লাশি, ছিনতাইকারী সন্দেহে এএসআইকে আটকাল জনতা

বগুড়ার শেরপুরে সড়ক দুর্ঘটনায় ট্রাকচালক নিহত

বার কাউন্সিল পরীক্ষার আবেদন ফি ৩০০ টাকা করার দাবি রাবি শিক্ষার্থীদের

রাজশাহী কলেজে ফরম পূরণের ফি কমানোর দাবিতে মানববন্ধন, বিক্ষোভ