হোম > সারা দেশ > নওগাঁ

ধামইরহাটে কিশোরী অপহরণের মামলায় বাবা-ছেলে গ্রেপ্তার

নওগাঁ ও ধামইরহাট প্রতিনিধি

ঢাকার খিলগাঁও থেকে ১৬ বছরের এক কিশোরীকে অপহরণের মামলায় নওগাঁয় বাবা-ছেলেকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল রোববার রাতে জেলার ধামইরহাট উপজেলার আমাইতারা বাজার থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দুজন হলেন ধামইরহাট উপজেলার রসপুর কুর্সামারী গ্রামের বাসিন্দা আবু বক্কর ছিদ্দিক (৫০) ও তাঁর ছেলে নাঈম হাসান (২৩)। আজ সোমবার সকালে এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাবের কোম্পানি কমান্ডার মেজর মো. শেখ সাদিক।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মাদারীপুরের শিবচরের বাসিন্দা ওই কিশোরী পরিবারসহ ঢাকার খিলগাঁওয়ে থাকত। ১০ নভেম্বর দুপুরে বের হয়ে কিশোরী আর বাসায় ফেরেনি। পরে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে জানা যায় ওই দিন বিকেলে আসামি নাঈম হাসান তাকে ফুঁসলিয়ে অজ্ঞাতস্থানে নিয়ে গেছেন। এ ঘটনায় কিশোরীর বাবা খিলগাঁও থানায় অপহরণের মামলা করেন। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় অবস্থান শনাক্ত করে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে খিলগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‍্যাবের ওই কর্মকর্তা জানান।

কাজ করার পরেও ডিস্টার্ব করতে আসলে ১, ২, ৩, ৪ করে দেব: জিএস আম্মার

‘ছাত্রদল আপনার মতো আম্মারকে ৩০ মিনিটে বের করে দিতে সক্ষম’, ভিডিও ভাইরাল

প্যারোলে মুক্তি পেয়ে বাবার শেষকৃত্যে অংশ নিলেন আওয়ামী লীগ নেতা প্রদ্যুৎ কুমার

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল

আন্দোলনের মুখে রাবিতে আওয়ামীপন্থী ছয় ডিনের পদত্যাগ

নিরাপত্তা শঙ্কায় রাবি শিক্ষকের ক্লাস-পরীক্ষা বর্জন

ওসমান হাদি ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন: তারেক রহমান

রাবির ৬ ডিনের পদত্যাগ দাবি: ভিসি, প্রো-ভিসির দপ্তরে তালার পর সভা, সিদ্ধান্ত রাতে

শিশু সাজিদের পরিবারকে অনুদান দিল জামায়াত