হোম > সারা দেশ > বগুড়া

অন্তঃসত্ত্বা স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়ি যাওয়ার পথে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার আদমদীঘিতে সান্তাহার রেলওয়ে থানাধীন আত্রাইয়ের আহসানগঞ্জ স্টেশনে ট্রেনের ধাক্কায় শাহিনুর ইসলাম (৩২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। 

গতকাল রোববার রাত ৮টার দিকে ভারত থেকে ছেড়ে আসা ঢাকাগামী মিতালী এক্সপ্রেসের ট্রেনে ধাক্কা লেগে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

সান্তাহার রেলওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আব্দুলপুর রেলস্টেশন থেকে উওরা মেইল ট্রেনে শাহিনুর ইসলাম তাঁর পাঁচ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়ি পাঁচবিবি যাচ্ছিলেন। পথে আহসানগঞ্জ রেলস্টেশনে ট্রেনটি ক্রসিং নেওয়ার জন্য দাঁড়ায়। ওই স্টেশনে নামাজ পড়ে ট্রেনের দিকে যাওয়ার সময় অপর লাইন দিয়ে ঢাকাগামী মিতালী এক্সপ্রেস ট্রেন স্টেশন অতিক্রম করার সময় ধাক্কা লেগে শাহিনুর ইসলামের মৃত্যু হয়। মৃত শাহিনুর ইসলাম লালপুর থানার দিলালপুর গ্রামের আবুল হোসেনের ছেলে। 

সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তার হোসেন বলেন, খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আজ সোমবার সকালে রেলওয়ে থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল

আন্দোলনের মুখে রাবিতে আওয়ামীপন্থী ছয় ডিনের পদত্যাগ

নিরাপত্তা শঙ্কায় রাবি শিক্ষকের ক্লাস-পরীক্ষা বর্জন

ওসমান হাদি ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন: তারেক রহমান

রাবির ৬ ডিনের পদত্যাগ দাবি: ভিসি, প্রো-ভিসির দপ্তরে তালার পর সভা, সিদ্ধান্ত রাতে

শিশু সাজিদের পরিবারকে অনুদান দিল জামায়াত

বগুড়ায় ট্রাকচাপায় কলেজছাত্র নিহত

দুই ধান ব্যবসায়ীর ১০ লাখ টাকা ও কৃষকের তিনটি গরু চুরি

রাবিতে ৬ ডিনের চেম্বারে তালা, দায়িত্ব ছাড়তে রাজি হয়েছেন বলে জানালেন জিএস আম্মার