রাজশাহীতে ৫৭৮ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ। রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল নগরীর শ্রীরামপুর বেড়িবাঁধ এলাকায় আজ শনিবার ভোর সাড়ে ৪টার দিকে এ অভিযান চালায়। এ সময় মাদক কারবারিরা ফেনসিডিল ফেলে পালিয়ে যায়।
আরএমপির মুখপাত্র জামিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ ঘটনায় জামাল আলী (৪০) ও সাজেদুল ইসলাম সাজজুল (৪৭) নামে দুই মাদক কারবারিকে পলাতক আসামি করে নগরীর রাজপাড়া থানায় একটি মামলা করা হয়েছে।
জামাল আলীর বাড়ি চর খিদিরপুর পশ্চিম খানপুর গ্রামে। আর সাজেদুলের বাড়ি হরিপুর গ্রামে। বিভিন্ন থানায় তাদের বিরুদ্ধে মাদকের মামলা রয়েছে। তাদের গ্রেপ্তারের জন্য চেষ্টা করছে পুলিশ।