বগুড়া শাজাহানপুর উপজেলা বিএনপি আয়োজনে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বিকেলে উপজেলার মাঝিড়া উচ্চবিদ্যালয়ের মাঠে এই সমাবেশ হয়।
সমাবেশে উপজেলা বিএনপির সভাপতি ইনামুল হক শাহীন সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘গত ১৬ বছরে আমরা কথা বলতে পারি নাই। আমাদের কথা বলতে দেওয়া হয় নাই। হত্যা, গুম, গ্রেপ্তার করে আমাদের ওপরে নির্যাতন করা হয়েছে।’
শাজাহানপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ সভা পরিচালনা করেন। সভায় বক্তব্য দেন খালেদা জিয়ার উপদেষ্টা ও কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি হেলালুজ্জামান তালুকদার লালু, জেলা বিএনপি এর সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, জেলা বিএনপি এর সহ-সভাপতি ও গাবতলী উপজেলা বিএনপি এর সভাপতি মোরশেদ মিল্টন, কেন্দ্রিয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য আলী আজগর তালুকদার হেনা প্রমুখ।