পাবনা প্রতিনিধি
পাবনার আতাইকুলায় পুকুর থেকে এক ভ্যানচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে আতাইকুলা থানার আর-আতাইকুলা ইউনিয়নের তৈলকুপি গ্রামের হাইওয়ে রোডের পাশের পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত রবিউল ইসলাম (৪৫) পাবনা সদর উপজেলার গাছপাড়া এলাকার রাহেন ইসলামের ছেলে। তিনি পেশায় ভ্যানচালক ছিলেন।
আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম হাবিবুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
ওসি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রাতের কোনো এক সময় ব্যাটারিচালিত অটোরিকশাটি ছিনতাইয়ের পর তাঁকে হত্যা করে মরদেহ ওই স্থানে ফেলে গেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।