হোম > সারা দেশ > রাজশাহী

নাটোর-৩: স্বতন্ত্র প্রার্থীর এজেন্টকে ভোটকেন্দ্র থেকে বের করে দিল নৌকার সমর্থকেরা

নাটোর প্রতিনিধি

নাটোর-৩ (সিংড়া) আসনের চামারি ইউনিয়নের একটি কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তার হাত থেকে ঈগল প্রতীকের (স্বতন্ত্র) প্রার্থীর এজেন্টদের কাগজপত্র কেড়ে নেওয়ার অভিযোগ উঠেছে নৌকা প্রতীকের প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে। ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে গতকাল শনিবার রাতে এ ঘটনা ঘটে।

স্বতন্ত্র (ঈগল প্রতীক) প্রার্থী শফিকুল ইসলাম শফিকের এজেন্ট সানোয়ার হোসেন এই অভিযোগ করেছেন। তিনি বলেন, ‘গতকাল শনিবার রাতে আমাকে ঈগল প্রতীকের এজেন্টদের কাগজ জমা দিতে বলা হয়। রাতে আমি ঈগল প্রতীকের ছয়জন এজেন্টের কাগজ নিয়ে সোনাপুর প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তার রুমে গিয়ে তাঁর হাতে কাগজপত্র জমা দিই। এ সময় ওই এলাকার নৌকার সমর্থক কামরুল ইসলাম ঝান্টু, আবুল কালাম আজাদ, আহম্মদ আলী, শামীম হোসেনসহ বেশ কয়েকজন কাগজগুলো কেড়ে নেয়। পরে তারা আমাকে তাড়িয়ে দেয়।’

এ বিষয়ে জানতে সোনাপুর প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা ড. নুর আহমেদের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।

স্বতন্ত্র প্রার্থীর প্রধান এজেন্ট কামরুল হাসান বলেন, ‘ঈগল প্রতীকের এজেন্টদের কাগজ জমা দিতে বাধা দিয়েছে নৌকার সমর্থকেরা। আমার জানামতে, ওই কেন্দ্রে আমাদের কোনো এজেন্ট নেই। আমরা নতুন কাগজ দেব ওই কেন্দ্রের জন্য।’

এ ব্যাপারে জানতে নৌকা প্রতীকের প্রার্থী জুনাইদ আহমেদ পলকের প্রধান নির্বাচনী এজেন্ট মাওলানা রুহুল আমিনের সঙ্গে মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।

চোর সন্দেহে নির্যাতন: মবের ভুক্তভোগীকে জেল, হাসপাতালে মৃত্যু

কাজ করার পরেও ডিস্টার্ব করতে আসলে ১, ২, ৩, ৪ করে দেব: জিএস আম্মার

‘ছাত্রদল আপনার মতো আম্মারকে ৩০ মিনিটে বের করে দিতে সক্ষম’, ভিডিও ভাইরাল

প্যারোলে মুক্তি পেয়ে বাবার শেষকৃত্যে অংশ নিলেন আওয়ামী লীগ নেতা প্রদ্যুৎ কুমার

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল

আন্দোলনের মুখে রাবিতে আওয়ামীপন্থী ছয় ডিনের পদত্যাগ

নিরাপত্তা শঙ্কায় রাবি শিক্ষকের ক্লাস-পরীক্ষা বর্জন

ওসমান হাদি ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন: তারেক রহমান

রাবির ৬ ডিনের পদত্যাগ দাবি: ভিসি, প্রো-ভিসির দপ্তরে তালার পর সভা, সিদ্ধান্ত রাতে