Ajker Patrika
হোম > সারা দেশ > রাজশাহী

নাটোর-৩: স্বতন্ত্র প্রার্থীর এজেন্টকে ভোটকেন্দ্র থেকে বের করে দিল নৌকার সমর্থকেরা

নাটোর প্রতিনিধি

নাটোর-৩: স্বতন্ত্র প্রার্থীর এজেন্টকে ভোটকেন্দ্র থেকে বের করে দিল নৌকার সমর্থকেরা

নাটোর-৩ (সিংড়া) আসনের চামারি ইউনিয়নের একটি কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তার হাত থেকে ঈগল প্রতীকের (স্বতন্ত্র) প্রার্থীর এজেন্টদের কাগজপত্র কেড়ে নেওয়ার অভিযোগ উঠেছে নৌকা প্রতীকের প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে। ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে গতকাল শনিবার রাতে এ ঘটনা ঘটে।

স্বতন্ত্র (ঈগল প্রতীক) প্রার্থী শফিকুল ইসলাম শফিকের এজেন্ট সানোয়ার হোসেন এই অভিযোগ করেছেন। তিনি বলেন, ‘গতকাল শনিবার রাতে আমাকে ঈগল প্রতীকের এজেন্টদের কাগজ জমা দিতে বলা হয়। রাতে আমি ঈগল প্রতীকের ছয়জন এজেন্টের কাগজ নিয়ে সোনাপুর প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তার রুমে গিয়ে তাঁর হাতে কাগজপত্র জমা দিই। এ সময় ওই এলাকার নৌকার সমর্থক কামরুল ইসলাম ঝান্টু, আবুল কালাম আজাদ, আহম্মদ আলী, শামীম হোসেনসহ বেশ কয়েকজন কাগজগুলো কেড়ে নেয়। পরে তারা আমাকে তাড়িয়ে দেয়।’

এ বিষয়ে জানতে সোনাপুর প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা ড. নুর আহমেদের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।

স্বতন্ত্র প্রার্থীর প্রধান এজেন্ট কামরুল হাসান বলেন, ‘ঈগল প্রতীকের এজেন্টদের কাগজ জমা দিতে বাধা দিয়েছে নৌকার সমর্থকেরা। আমার জানামতে, ওই কেন্দ্রে আমাদের কোনো এজেন্ট নেই। আমরা নতুন কাগজ দেব ওই কেন্দ্রের জন্য।’

এ ব্যাপারে জানতে নৌকা প্রতীকের প্রার্থী জুনাইদ আহমেদ পলকের প্রধান নির্বাচনী এজেন্ট মাওলানা রুহুল আমিনের সঙ্গে মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।

সমাজসেবার বদলে নিজের সেবা

এইচএসসি পাসেই রাবিতে প্রথম শ্রেণির চাকরি!

রাবির ভর্তি পরীক্ষা: রংপুরের পরীক্ষার্থীর আসন চট্টগ্রামে, চট্টগ্রামের পড়েছে ঢাকায়

রাজশাহীতে থানা ঘেরাওয়ের পর ওসির বদলি

পাউবোর সাবেক নির্বাহী প্রকৌশলী মালেকের আয়কর নথি জব্দের নির্দেশ

কারাগারে কয়েদিদের সঙ্গে আ.লীগ নেতাদের হাতাহাতির অভিযোগ

২ সন্তানকে বাঁচাতে গিয়ে আগুনে প্রাণ গেল মায়ের

হত্যাচেষ্টা মামলায় সিরাজগঞ্জের সাবেক এমপি আজিজ রিমান্ডে

বড়াইগ্রামে মাছ ধরা নিয়ে সংঘর্ষে আহত ১৭

চাঁপাইনবাবগঞ্জে ট্রলির ধাক্কায় মোটরসাইকেলচালক নিহত